প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৫, ৪:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ৪:৪৬ পি.এম
মান্দায় মোটরসাইকেল- ভ্যানের মুখোমুখি

নওগাঁর মান্দায় মোটরসাইকেল ও চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নাঈম শেখ (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। রোববার দুপুর আনুমানিক দেড়টার দিকে উপজেলার ভালাইন ইউপি'র সীমান্তবর্তী লক্ষীরামপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত নাঈম শেখ রাজশাহীর পবা উপজেলার ধর্মহাটা এলাকার সেহেরদী শেখের ছেলে। তিনি মোটরসাইকেল যোগে ভালাইন ইউপি'র গোররা গ্রামে তার নানার বাড়ি বেড়াতে যাচ্ছিলেন।
স্থানীয়রা জানান, লক্ষীরামপুর এলাকায় পৌঁছালে নাঈমের মোটরসাইকেলের সাথে বিপরীত দিক থেকে আসা একটি চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নাঈম মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Copyright © 2025 দৈনিক বার্তা. All rights reserved.