প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৫, ৪:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৬, ২০২৫, ৫:৩৪ পি.এম
বেড়া বাজারের রহমান ড্রাগ হাউজকে দুই হাজার টাকা জরিমানা

পাবনার বেড়া পৌর বাজারের রহমান ড্রাগ হাউজের মালিককে ভ্রাম্যমান আদালত দুই হাজার টাকা জরিমানা আদায় করেছে।
শনিবার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার সময় বেড়া উপজেলা সহকারি কমিশনার ভূমি (এসিল্যান্ড) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জান্নাতুল নাঈম বেড়া থানা পুলিশের সহায়তায় বেড়া পৌর বাজারের রহমান ড্রাগ হাউজে অভিযান পরিচালনা করেন। এসময় দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং ওষুধ রাখার ফ্রিজে কাঁচা মাছ ও মাংস সংরক্ষণ অবস্থায় পাওয়া যায়।
ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে অন্যান্য মালিকরা দোকান বন্ধ করে পালিয়ে যায়।
পরে ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও এসিল্যান্ড বেড়া জান্নাতুল নাঈম ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ এর ৫০ ধারা অনুয়ায়ী রহমান ড্রাগ হাউজের মালিক মোস্তাফিজুর রহমানকে দুই হাজার টাকা জরিমানা করেন।
বেড়া উপজেলা সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জান্নাতুল নাঈম বলেন, জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।
Copyright © 2025 দৈনিক বার্তা. All rights reserved.