
পাবনার বেড়া পৌর বাজারের রহমান ড্রাগ হাউজের মালিককে ভ্রাম্যমান আদালত দুই হাজার টাকা জরিমানা আদায় করেছে।
শনিবার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার সময় বেড়া উপজেলা সহকারি কমিশনার ভূমি (এসিল্যান্ড) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জান্নাতুল নাঈম বেড়া থানা পুলিশের সহায়তায় বেড়া পৌর বাজারের রহমান ড্রাগ হাউজে অভিযান পরিচালনা করেন। এসময় দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং ওষুধ রাখার ফ্রিজে কাঁচা মাছ ও মাংস সংরক্ষণ অবস্থায় পাওয়া যায়।
ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে অন্যান্য মালিকরা দোকান বন্ধ করে পালিয়ে যায়।
পরে ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও এসিল্যান্ড বেড়া জান্নাতুল নাঈম ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ এর ৫০ ধারা অনুয়ায়ী রহমান ড্রাগ হাউজের মালিক মোস্তাফিজুর রহমানকে দুই হাজার টাকা জরিমানা করেন।
বেড়া উপজেলা সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জান্নাতুল নাঈম বলেন, জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।
শফিউল আযম বেড়া( পাবনা) প্রতিবেদক 


















