
পাবনায় ঢাকা- পাবনা মহাসড়কে চাঞ্চল্যকর সড়ক দুর্ঘটনায় তিন যাত্রীর নিহত হওয়ার ঘটনায় পাবনা এক্সপ্রেসের চালক সানোয়ার (৪৬)কে আজ শনিবার সকালে গ্রেফতার করেছে মাধপুর হাইওয়ে থানা পুলিশ। সে চাটমোহর উপজেলার শিবপুর গ্রামের মোহাম্মদ আব্দুল জব্বারের ছেলে।
জানাগেছে, গত ইং-০৪জুলাই (২০২৫ ইং) ভোরে পাবনা জেলার আতাইকুলা থানাধীন আর আতাইকুলা ইউপির অন্তর্গত বনগ্রাম পূর্বপাড়া সাকিনস্থ জনৈক ওহাব আলীর বাড়ির উত্তর পার্শ্বে পাবনা-ঢাকা মহাসড়কের উপর পাবনা এক্সপ্রেস পরিবহন এর যাহার রেজি নং ঢাকা মেট্রো-ব-১৩-২৫৮১ চালক বেপরোয়া গতিতে বাস চালিয়ে ঢাকা হতে পাবনা অভিমুখে যাওয়ার সময় তার নিজ লেন রেখে বিপরীত লেনে উল্টো পথে গেলে পাবনা হতে ঢাকা অভিমুখী ট্রাক যাহার রেজি নং ঢাকা মেট্রো-ট-২০-৩৪৩৮ এর মুখোমুখি সংঘর্ষ হলে ০৩ জন যাত্রী ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।
এসময় বাসে থাকা আরও ৮ জন যাত্রী গুরুত্বর জখম হয়। স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ আহতদেরকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে প্রেরণ করেন।এ ঘটনাটি স্থানীয়ভাবে ও দেশে অনেক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ ঘটনায় পাবনা জেলার আতাইকুলা থানার মামলা হয়। যার নম্বর-০৫, তারিখ-০৫/০৭/২৫ ইং ধারা- ২০১৮ সালের সড়ক পরিবহন আইন ৯২(১)/৯৮/১০৫, ধারায়।
এরপর আসামী আটক করতে গোপন তথ্যের ভিত্তিতে হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজার রহমান এর নেতৃত্বে হাইওয়ে পুলিশের ০১টি চৌকসদলসহ আজ শনিবার ২৬/০৭/২৫ তারিখ সকাল ১০ টার দিকে পাবনা সদর থানাধীন ডাকবাংলা হাজীর মোড় এলাকা হতে মামলার তদন্তে প্রাপ্ত পাবনা এক্সপ্রেস বাসের ড্রাইভার-মোঃ সানোয়ারকে গ্রেপ্তার করা হয়।
পাবনা প্রতিবেদক 


















