
পাবনার বেড়া উপজেলার তারাপুর গ্রামে মসজিদের বারান্দা নির্মাণ করাকে কেন্দ্র করে ওই গ্রামে দুই মসজিদের মুসুল্লিদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫-৩০ জন আহত হয়েছে। আহতদের বেড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে, বগুড়া, পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
শুক্রবার (২৫ জুন) সকাল ৯ টার দিকে চাকলা ইউনিয়নের তারাপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় উভয় পক্ষে হামলা পাল্টা হামলা চালে। এসময একটি মসজিদ ভাঙচুর করা হয়।
প্রত্যক্ষদর্শী জানান, বিগত কয়েক বছর ধরে তারাপুর গ্রামে ঈদের নামাজ ও মসজিদে মিলাদ কিয়াম নিয়ে মুসল্লীদের মাঝে বিরোধ দেখা দেয। এক পর্যায়ে একটি গ্রুপ আলাদা মসজিদ নির্মাণ করেন।
সম্পতি নতুন মসজিদের বারান্দা নির্মাণের উদ্যোগ নিলে আরেকটি মসজিদে লোকজন একই গ্রামে দুটি মসজিদ নির্মাণের বিরোধিতা করেন। আজ শুক্রবার সকালে একপক্ষ মসজিদের বারান্দা নির্মাণ কাজের জন্য গেলে অপর পক্ষ বাধা দিলে সংঘর্ষ বেধে যায়। এসময় উভয়পক্ষের প্রায় আড়াই শতাধিক লোক হাঁসুয়া, রামদা, টেটা, লাঠিসোটা, নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
বেড়া উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা, ডাঃ তাহমিনা সুলতানা নীলা, জানান, চাকলা ইউনিয়নের সংঘর্ষের ঘটনায় ২৫-৩০ জন চিকিৎসা নিতে এসেছিলো। কয়েকজন প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তিন জন ভর্তি রয়েছে। আর ৫ জন গুরুতর আহত হওয়ায় বগুড়া ও পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অলিউর রহমান বলেন, মিলাদ কিয়াম নিয়ে ঝামেলা এই গ্রামে পূর্বে থেকেই। শক্রবার সকালে সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিক ফোর্স পাঠিয়ে পরিস্থিতি শান্ত করি। এখন ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা মামলা করা হয়নি।
শফিউল আযম, বেড়া) পাবনা 


















