পাবনার ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের আব্দুল্লাহপুর ডেইরি পিজির খামারিদের মাঠ দিবসে সাইলেজ তৈরি হাতে কলমে শিখানো হয়। এ সময় প্রাণিসম্পদ কর্মকর্তা ছাড়াও ঈশ্বরদীর আব্দুল্লাহপুর এলাকার ডেইরি পিজির চল্লিশ জন গোখামারী সাইলেজ তৈরির মাঠ দিবসে অংশগ্রহণ করেন।
বুধবার (২৩ জুলাই) বিকেলে অনুষ্ঠিত ডেইরি পিজির খামারীদের হাতে-কলমে সাইলেস তৈরি শেখানোর মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: এ,কে,এস,এম, মুশাররফ হোসেন বেসরকারি সংস্থা উবিনীগ ও শস্য প্রবর্তনার ব্যবস্থাপক মোছা: আজমেরী খাতুন, ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোছা: আকলিমা খাতুন, এলইও ডা: মো: আহাদ, এলএফএ মো: নবীন এবং ডেইজি পিজির খামারীরা।
ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোছা: আকলিমা খাতুন বলেন, সাইলেজ কাচাঘাসের সংরক্ষণ প্রকল্প। আপদ কালিন সময়ে যখন মাঠে ঘাস থাকে না তখন আমরা এই সাইলেজ খাওয়াতে পারি। বিশেষ করে বর্ষা মৌসুমে ঘাসের জমিতে পানি থাকে। ফলে সবুজ ঘাসের অভাবে পড়ে যাই গো খামারিরা। বর্ষার এই আপৎকালীন সময়ে গবাদীপশুকে সাইলেজ খাওয়ালে সবুজ ঘাসের অভাব দূর হয়, দুধের উৎপাদন বেড়ে যায়।