প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৫, ৫:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৩, ২০২৫, ৭:১৭ পি.এম
সৈয়দপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত-১৯

নীলফামারীর সৈয়দপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৯ জন আহত হয়েছে । তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক। বুধবার বিকেল সারে তিনটায় সৈয়দপুর -দিনাজপুর মহাসড়কের বসুনিয়া মোড় সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে। আহতদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান , রংপুর থেকে ছেড়ে আসা সোনার তরী নামে একটি যাত্রীবাহী বাস দিনাজপুর যাচ্ছিল। বসুনিয়া পাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে তারাগঞ্জ হাইওয়ে, সৈয়দপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি। তবে দুর্ঘটনায় যাত্রীবাহী বাসের ১৯ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে । আহতের সংখ্যা আরো বাড়তে পারে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
সৈয়দপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফারেন্সের সিনিয়র কর্মকর্তা হামিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ দুর্ঘটনায় আহতের সংখ্যা ১৯ হলেও একজন যাত্রী ও মারা যায়নি।
Copyright © 2025 দৈনিক বার্তা. All rights reserved.