ঢাকা: ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন দুজনকে কেবিনে শিফট করা হয়েছে। প্রধান উপদেষ্টার বিশেষ সরকারী অধ্যাপক ড. মোহাম্মদ সায়েদুর রহমান আজ মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য দেন। এসময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম উপস্থিত ছিলেন।
ড. মোহাম্মদ সায়েদুর রহমান বলেন, ‘আমরা দুইজন রোগীকে আইসিইউ থেকে কেবিনে শিফট করতে পেরেছি। এটা একটা উন্নতি বলে মনে করি।’
তিনি বলেন, ‘আমাদের এই হাসপাতালের সঙ্গে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সমঝোতা চুক্তি রয়েছে। তাদেরকে জানানো হয়েছে এবং কেস রিপোর্ট পাঠানো হয়েছে। তাদের একজন সিনিয়র কনসালটেন্ট এবং দুজন নার্স আজকে রাতেই বাংলাদেশে এসে পৌঁছাবে। আমরা আশা করছি তারা আগামীকাল থেকেই এই টিমে যুক্ত হতে পারবেন।’