
রংপুর নগরীর ব্যস্ততম সড়ক জাহাজকোম্পানী থেকে সাতমাথা পর্যন্ত ৫ কিলোমিটারটি ভয়ংকর রকমের বেহাল দশা। দীর্ঘদিন ধরে সড়কের ভয়াবহ বেহাল দশায় ভ্রুক্ষেপ নেই রংপুর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের। এ নিয়ে একাধিক গণমাধ্যমেও সংবাদ প্রচার হলেও টনক নড়েনি কর্তৃপক্ষের। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ মারা গেছে, মর্মে অভিনব প্রতিবাদ জানিয়ে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের প্রতীকী গায়েবানা জানাযার আয়োজন করে নগরীর সাতমাথাবাসী।
গতকাল রোববার সকালে দিকে সাতমাথা রেলগেটের পাশে সংলগ্ন রাস্তায় এই প্রতীকী গায়েবানা জানাযার আয়োজন করে তারা। এতে অংশ নেন সাতমাথার বাসিন্দারা । প্রতীবাদস্বরূপ গায়েবানা জানাযা পরিচালনা করেন মাদ্রাসা শিক্ষার্থী রাহুল ইসলাম৷
এ বিষয়ে এলাকাবাসী রাজিমুজ্জামান হৃদয় বলেন, দিনের পর দিন সাতমাথা থেকে জাহাজ কোম্পানি পর্যন্ত প্রায় ৫ কি.মি সড়কের ভয়ংকর রকমের বেহাল দশা যেন দেখার কেউ নাই। এই সড়কের দায়িত্ব রংপুর সিটি কর্পোরেশনের। কিন্তু সড়কের ভয়াবহ বেহাল দশায় তাদের ভ্রুক্ষেপ নেই। তাই প্রতিবাদে “সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের প্রতীকী গায়েবানা জানাযার আয়োজন করা হয়েছে। এর আগে আমরা নানাভাবে চেষ্টা করেছি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণে কিন্তু লাভ হয়নি। শুধু আশার বানী শুনিয়েছেন তারা।
রংপুর প্রতিবেদক 


















