জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ ও স্বাস্থ্যসেবারমান উন্নয়নের দাবীতে মানববন্ধন পালিত হয়েছে। আজ সোমবার সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের সামনে (প্রধান সড়কে) আক্কেলপুরবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন,সাবেক পৌর কাউন্সিলর ও বিএনপি নেতা রফিকুল ইসলাম চপল,জাসাস নেতা ডিএম গাফ্ফার,পৌর জামায়াতের সাধারন সম্পাদক মোঃ রিপন হোসেন,উপজেলা সিপিবি সাধারন সম্পাদক হাসান সরদার,জেলা ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক আরমান হোসেন কানন,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব দেওয়ান তানভির নেয়াজ,পৌর ছাত্রদলের সদস্যসচিব নাফিজ নেয়াজ রমিম,পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মিলন চৌধুরী,ছাত্রনেতা ইব্রাহিম হোসেন,রবিউল ইসলামসহ স্থানীয় ছাত্রনেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন,আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিসিৎসক সংকট দ্রুত সমাধান করা দরকার। তার চেয়ে বড় সমস্যা চিকিৎসক ও নার্সদের ব্যবহার। রোগীদের সাথে চিকিৎসক ও নার্সরা দূরব্যবহার করে। সেবার মান বাড়ানোর জন্য চিসিৎসক ও নার্সদেরকে বিনয়ী হতে হবে।
আজ সোমবার সকালে নাছিমা বেগম নামের এক রোগী বলেন,সকাল থেকে লম্বা লাইনে দাঁড়িয়ে চিকিৎসা নিতে হচ্ছে। একজন ডাক্তার মহিলা রোগী দেখছেন। ডাক্তার কম থাকায় আমাদের অনেক ভোগান্তি হচ্ছে।চিকিৎসক সংকটের কারণে চিকিৎসা পেতে দীর্ঘ সময় লাগছে। চিকিৎসক কোনো পরীক্ষা করতে দিলে রিপোর্ট নিয়ে আসতে দেরি হওয়ায় সমস্যার মধ্যে পড়তে হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্যমতে, এই উপজেলায় চিকিৎসক পদে ২৬ জনের বিপরীতে মাত্র ৪ জন কর্মরত। একজন গাইনি বিশেষজ্ঞ আছেন,কিন্তু সপ্তাহে দু’দিন জয়পুরহাট জেলা হাসপাতালে দায়িত্ব পালন করেন । মেডিকেল অফিসার পদে থাকার কথা ১৪ জন, আছেন চারজন। ২৬ জনের বিপরীতে মাত্র ৪ জন দিয়েই চলছে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্য´ম।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফি মাহমুদ জানান, হাসপাতালে চিকিৎসক সংকট প্রকট। স্বল্পসংখ্যক চিকিৎসক দিয়ে এই উপজেলাসহ পার্শ্ববর্তী উপজেলার রোগীদেরও সেবা দিতে হচ্ছে। এতে রোগীদেরও ভোগান্তি হচ্ছে। সংকট নিরসনে গত দুই মাসে তিনবার স্বাস্থ্য অধিদপ্তরে চাহিদা পাঠানো হলেও এখন পর্যন্ত কোনো চিকিৎসক পদায়ন হয়নি। আশা করছি, দ্রুতই সংকট কেটে যাবে।