প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৫, ৫:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২০, ২০২৫, ৭:৫৭ পি.এম
সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে সততা স্টোরের উদ্বোধন

নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে সততা স্টোরের উদ্বোধন করা হয়েছে। রবিবার (২০ জুলাই) সকালে প্রতিষ্ঠানের একাডেমিক ভবনের দ্বিতীয় তলায় এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে উদ্বোধন করেন দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রধান কার্যালয়ের মহাপরিচালক (যুগ্ম সচিব) অনুসন্ধান ও তদন্ত -২ মো. মোতাহার হোসেন।
এ সময় দুর্নীতি দমন কমিশন (দুদক), রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. নুরুল হক, রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক (ডিডি) মো. শাওন মিয়া, সহকারী পরিচালক মো. সাবদারুল ইসলাম, উপসহকারী পরিচালক জয়ন্ত সাহা উপস্থিত ছিলেন।
এ ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (উদুপ্রক) সহ-সভাপতি ও সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান জুয়েল ও সাধারণ সম্পাদক সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু, সহকারী অধ্যাপক এরশাদ আলী মন্ডল, প্রভাষক জাকিরুল ইসলাম, প্রদর্শক কাজী মো. আজিজ, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আহসান হাবিব, সিনিয়ন শিক্ষক মো. আব্দুল আউয়ালসহ শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে প্রধান অতিথি মহাপরিচালক (যুগ্ম সচিব) অনুসন্ধান ও তদন্ত -২ মো. মোতাহার হোসেন ফিতা কেটে সততা স্টোরের শুভ উদ্বোধন করেন এবং উপস্থিত শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের উদ্দেশ্য বক্তব্য দেন।
Copyright © 2025 দৈনিক বার্তা. All rights reserved.