কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে প্রায় এক কেজি ক্রিস্টাল মেথ আইস ও ১টি বিদেশী পিস্তলসহ শফিক (২৬) নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২০ জুলাই) বিকালে পৌরসভার উত্তর জালিয়াপাড়া এলাকার একটি জনৈক করিমের বসতবাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক শফিক টেকনাফের পুরাতন পল্লানপাড়া গ্রামের ইউনুসের ছেলে।
টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান রোববার (২০ জুলাই) রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, মায়ানমার থেকে সমুদ্রপথে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অস্ত্র ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করা হযেছে বলে গোপন সংবাদ পেয়ে টেকনাফ পৌরসভা ৭নং ওয়ার্ডের উত্তর জালিয়াপাড়া এলাকায় একটি বসতবাড়িতে অভিযান চালায় বিজিবি। এসময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক করিমসহ অন্যান্যরা দৌড়ে পালানোর সময় শফিক নামের একজনকে আটক করা হয়। তবে অপর দুইজন পালিয়ে যায়।
তিনি আরও জানান, আটক শফিকের দেয়া তথ্যমতে ওই বাড়ির খাটের নীচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৮১৬ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ১টি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়।
আইনি প্রক্রিয়া শেষে জব্দ করা মাদক ও অস্ত্রসহ আটক যুবককে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।
বার্তা/ এআই