জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুরে নতুন বাজারের একটি কীটনাশকের দোকানের উপরের ছাউনির টিন কেটে চুরির ঘটনা ঘটেছে। দোকানের প্রায় দেড় লাখ টাকার কীটনাশকের মালামাল চুরি করে নিয়ে গেছে চোরেরা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে আক্কেলপুর থানা পুলিশ।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার তিলকপুর নতুন বাজার খিড়াহাটির ‘মেসার্স মজিবর ট্রেডার্স’ নামের দোকানে চুরির ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আক্কেলপুর থানার পরিদর্শক (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মমিনুল ইসলাম।
দোকান মালিক আহম্মদ আলী বলেন, আমি বায়ার কোম্পানীর পরিবেশক,আমি প্রতিদিনের মতো গতকাল বৃহস্পতিবার রাত আটটায় দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। গভীর রাতে চোরেরা আমার দোকান ঘরের টিনের ছাউনি কাটার পর বাঁশের তালা কেটে ভেতরে প্রবেশ করে বিভিন্ন ওষুধ চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য দেড় লাখ টাকা হতে পারে। প্রশাসনের কাছে অনুরোধ করছি বাজারের সিসি ক্যামেরার ভিডিও দেখে চোরকে শনাক্ত করে চুরি যাওয়া মালামাল উদ্ধার করে দেওয়ার জন্য।
তিলকপুর নতুন বাজার পরিচালনা সমিতির সাধারণ সম্পাদক শওকত আলী বলেন, তিলকপুর বাজারের সড়কে নাইট ডিউটির লোকজন টহলরত ছিল। চোরেরা দোকান ঘরের টিনের ছাউনির উপর উঠে টিন কেটে ভেতরে প্রবেশ করে আবার সেই দিক দিয়েই বের হয়ে চলে গেছে। দোকানের কিছু মূল্যবান কীটনাশক নিয়ে গেছে চোর। বিষয়টি থানা পুলিশকে জানানোর পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আক্কেলপুর থানার পরিদর্শক (ভারপ্রাপ্ত) মমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে আজ শুক্রবার সকালে আমিসহ কয়েকজন অফিসার চুরি হওয়া দোকানের ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি নিয়ে পুলিশ কাজ শুরু করেছে, আশা করি খুব দ্রুত অপরাধীদেরকে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হবে।