
গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা মঞ্চে হামলার প্রতিবাদে গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় বাধা ও পদযাত্রা মঞ্চে এনসিপির নেতা-কর্মীদের উপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিপ্লবী ছাত্র জনতার মশাল মিছিল ও বিক্ষোভ প্রদর্শন।
বুধবার (১৬ জুলাই ) রাত সাড়ে ৯ টায় চুয়াডাঙ্গা হাসান চত্তরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব ছাপ্পাতুল ইসলামের নেতৃত্বে এই মশাল মিছিল ও বিক্ষোভ প্রদর্শন এবং পথসভা কর্মসূচি পালন করা হয়। মিছিল ও বিক্ষোভ প্রদর্শন শেষে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের বিরুদ্ধে শ্লোগান দেয় এবং প্রশাসনের উদ্দেশ্যে বলেন অবিলম্বে অপরাধীদের আটক ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
চুয়াডাঙ্গা প্রতিবেদক 



















