বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব বলেছেন, বিএনপিকে নিয়ে বাড়াবাড়ি করবেন না। এ দেশের মানুষ স্বাধীনতার পরাজিত শত্রুদের ক্ষমতায় আসতে দেবে না। তারেক রহমান মানে বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। বুধবার (১৬ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে এক নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন।
হাবিবুর রহমান হাবিব বলেন, ঢাকার মিডফোর্ডে ব্যবসায়ী হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সারা বাংলাদেশে যে তাণ্ডব চালানো হলো, এই হামলার সাথে যারা জড়িত আছে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে।গোপালগঞ্জে এনসিপির লংমার্চে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের লোকজন হামলা করেছে। অথচ সরকার কী করছে? তারা কি আঙুল চুষছে?
তিনি আরও বলেন, এ দেশে রাজাকার বা জামাত শিবির কারো ঠাঁই নেই। নির্বাচনে জনগণ যাকে ভোট দেবে, সে সরকার গঠন করবে।
সংগঠনের সভাপতি কে এম রাকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের মহাসচিব জাকির হোসেন, সাবেক এমপি শামীম কায়সার লিংকন, কৃষক দলের নেতা শাহজাহান সম্রাট, এনডিপির চেয়ারম্যান আব্দুল্লাহ আল হারুন সোহেল, বাংলাদেশ মুসলিম লীগ মহাসচিব আবুল খায়েরসহ প্রমুখ।