
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নাপিতখালি গ্রামের মোড়ে ইজিবাইকের ধাক্কায় মাদ্রাসা ছাত্র তুষারের ( ৮) মৃত্যু হয়েছে। নিহত তষার দামুড়হুদা উপজেলার নাপিত খালি গ্রামের মহিদুল ইসলামের ছেলে। আজ বুধবার বেলা সাড়ে ৩ টার দিকে এই দূর্ঘটনা ঘটে।
স্থানীয় ও দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হুমায়ুন কবীর জানান, বুধবার ১৬ জুলাই বেলা ১;টার দিকে দামুড়হুদা উপজেলার নাপিতখালি মোড়ে নাপিত খালি মাদ্রাসার ছাত্র তুষার দামুড়হুদা হুমায়ুন কবীর কার্পাসডাঙ্গা সড়কে খেলার বল কুড়াতে গেলে একটি দ্রুতগামী ইজিবাইক তাকে ধাক্কা দেয়। তুষার এতে গ্রুতর জখম হলে তাকে উদ্ধার করে দামুড়হুদা হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে কারো অভিযোগ না থাকায় তুষারের মরদেহের ময়নস তদন্ত ছাড়াই তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
চুয়াডাঙ্গা প্রতিবেদক 



















