প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৫, ৩:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৩, ২০২৫, ১১:৩৫ পি.এম
রংপুরে হত্যা মামলায় আইনজীবী আব্দুল হক কারাগারে

বৈষম্যবিরোধী আন্দোলন পরবর্তি হওয়া হত্যা মামলায় রংপুর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুল হক প্রামানিকের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।
গতকাল রোববার দুপুরে মহানগর দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মোঃ মশিউর রহমান খান কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এর আগে আওয়ামী আইনজীবী পরিষদ রংপুরের সাধারণ সম্পাদক ও আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুল হক প্রামানিক ২ টি হত্যা ও ২ টি হত্যাচেষ্টা মামলায় মহামান্য হাইকোর্টের আদেশে আত্মসমর্পণ করেন।
আদালত সুত্রে জানা যায়, মোঃ আব্দুল হক প্রামানিক বৈষম্যবিরোধী আন্দোলন পরবর্তি হওয়া ২ টি হত্যা ও ২ টি হত্যাচোষ্টা মামলার আসামি। তিনি স্বর্ণ শিল্পী মুসলিম উদ্দিন হত্যা মামলা ও সবজি ব্যবসায়ী সাজ্জাদ হোসেন হত্যা মামলার আসামি। এছাড়াও তিনি মমদেল হত্যাচেষ্টা ও শাহ আলম হত্যাচেষ্টা মামলার আসামি।
হাইকোর্টের আদেশে আব্দুল হক প্রামানিক আজ দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। তার পক্ষে আইনজীবী হিসেবে আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. শাহেদ কামাল ইবনে খতিবসহ ২০-২৫ জন জামিন আবেদনে শুনানি করেন।
শুনানী শেষে বিজ্ঞ আদালত জামিন মঞ্জুর করেন তাকে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন ।
Copyright © 2025 দৈনিক বার্তা. All rights reserved.