পাবনার ঈশ্বরদীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে একটি ওয়ান শুটারগান ও ৫৬ রাউন্ড কার্তুজসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম আবু বক্কর প্রামানিক (৫৪), তিনি পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের গোপালপুর গ্রামের আইজুদ্দিন প্রামানিকের ছেলে।
৯ জুলাই বিকেলে ঈশ্বরদীর মুলাডুলি কাভার ভ্যান শ্রমিক ইউনিয়নের অফিসের সামনে বগুড়া থেকে পাবনাগামী ‘সোলা পরিবহন’-এ অভিযান চালায় ডিবি পুলিশ। এসময় প্রাথমিকভাবে কিছু গুলি জব্দ করা হয়।
পরবর্তীতে আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার মো. মশিউর রহমান মন্ডলের তত্ত্বাবধানে বৃহস্পতিবার রাত ৩টায় ডিবি অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) বেনু, এসআই অসিত কুমার বসাক ও এসআই আব্দুল লতিফের সমন্বয়ে একটি অভিযান পরিচালিত হয়। অভিযান চলে ঈশ্বরদীর সরাইকান্দি এবং পাবনা সদর উপজেলার গোপালপুরে তার নিজ বাড়িতে।
এসময় সেখান থেকে একটি সচল ওয়ান শুটারগান এবং ৫৬ রাউন্ড গুলি জব্দ করা হয়। আটক আবু বক্করের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পাবনাকে মাদক ও অপরাধমুক্ত রাখতে নিয়মিতভাবে অভিযান অব্যাহত রয়েছে। “মাদক নয়, জীবন হোক আলোর পথে”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডিবি পুলিশ জননিরাপত্তা নিশ্চিতে সচেষ্ট।