প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৫, ৩:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৯, ২০২৫, ১১:০২ পি.এম
রংপুরে শিশু মৃত্যুর ঘটনায় অপারেশন থিয়েটার সিলগালা: ১ লাখ টাকা জরিমানা

রংপুরে শিশু মৃত্যুর ঘটনায় আরোগ্য হাসপাতালে অভিযান পরিচালনা করেছে সিভিল সার্জন ও জেলা প্রশাসন। অভিযানের সময় ওই হাসপাতালের অপারেশন থিয়েটার সিলগালাসহ ১ লাখ টাকা জরিমানা করা হয়। অন্যদিকে সালমা ব্লাড ট্রান্সমিউটেশন সেন্টারের একজনের ৭ দিনের জেল ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
গতকাল বুধবার বিকেলে এ অভিযানে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান মিশু অপারেশন থিয়েটার সিলগালা ও জরিমানার আদেশ প্রদান করেন। এর আগে আরোগ্য হাসপাতালে ভর্তিচ্ছু বদরগঞ্জ লালদিঘি সরকার পাড়ার জমির উদ্দিনের মেয়ে মোকহার জাহান জুই (১১) পরবর্তিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। মঙ্গলবার রাতে আরোগ্য হাসপাতালে ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ তুলে স্বজনরা ওই শিশুর মরদেহ হাসপাতালের প্রধান ফটকের সামনে রেখে আন্দোলন করে।
জানা যায়, গতশুক্রবার ৪ জুলাই রাতে মোকহার জাহান জুই (১১) নামে এক শিশুকে ভর্তি করা হয় আরোগ্য হাপসাতালে। ওই রাতেই এপান্ডিস অপারেশন করা হয়। একদিন পরে রবিবার আবারো একটা অপারেশন করা হয়। তবে রবিবার কি অপারেশন করা হয়েছে সেটি জানানো হয়নি রোগির লোকজনকে। এরপর রোগির অবস্থার অবনতি ঘটলে সোমবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি।
ওই শিশুর অপারেশনের দায়িত্বে থাকা চিকিৎসক ডা. মুজিব জানান, অপারেশনের পর কিডনি বিকল হবার কারণে এমন ঘটনা ঘটেছে। চিকিৎসায় কোন ধরণের গাফিলতি ছিলো না।
এদিকে একই সময়ে সালমা ব্লাড ট্রান্সমিউটেশন সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একজনের ৭ দিনের জেল দেন ভ্রাম্যমান আদালত। এসময় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান মিশু জানান, অপারেশন থিয়েটার অপরিস্কার অপরিচ্ছন্ন। সেই সাথে পর্যাপ্ত কোন ইকুইপমেন্ট ছিলো না। সবচেয়ে ভয়ংকার বিষয় হচ্ছে অপারেশনের সময় জরুরী ঔষধ না থাকা। এসব কারণে অপারেশন থিয়েটার সিলগালা করে দেওয়া হয়েছে এবং হাসপাতালের মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
Copyright © 2025 দৈনিক বার্তা. All rights reserved.