
তাপমাত্রা বেড়ে যাওয়া অব্যাহত থাকায় মঙ্গলবার সাময়িকভাবে বন্ধ করা হয়েছে এথেন্সের দ্য অ্যাক্রপলিস। এটি একটি প্রাচীন দুর্গ, যেখানে অনেক প্রাচীন গ্রিক ধ্বংসাবশেষ রয়েছে।
এটি স্থানীয় সময় বেলা একটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছে দেশটির সংস্কৃতি মন্ত্রণালয়।
মঙ্গলবার ইউরোপীয় এই দেশটির কিছু অংশে তাপমাত্র ৪২ ডিগ্রি হতে পারে বলে পূর্বাভাস ছিল। দেশটির বিভিন্ন অঞ্চলে দাবানলের ঝুঁকির সতর্কতা দেয়া হয়েছে।
এর আগে রবিবার নতুন করে তাপমাত্রা বাড়তে শুরু করলে সোমবার অ্যাক্রপলিস খোলার সময় ঘোষণা করা হয়েছিলো।
কর্তৃপক্ষ বলছে কর্মী ও দর্শনার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে সাময়িক বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দেশটিতে এখন চলমান দাবদাহ বুধবার পর্যন্ত অব্যাহত থাকবে এবং ৪১ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়ার পূর্বাভাস আছে।
বৃহস্পতিবার থেকে তাপমাত্রা কমে আসার সম্ভাবনা রয়েছে।
Reporter Name 























