পাবনার সাঁথিয়ায় বাস ট্রাক সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৫জন। ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার পাবনা-ঢাকা মহাসড়কের পুর্ব বনগ্রাম এলাকায়।
জানা গেছে নারায়নগঞ্জ থেকে পাবনা গামী পাবনা এক্সপ্রেস ঘুমন্ত অবস্থায় বেপরোয়াগতিতে যাচ্ছিল। এ দিকে বিপরীত দিকে পাবনা থেকে একটি মালবাহী ট্রাক পুর্ব বনগ্রাম এলাকায় পৌছিলে পাবনা এক্সপ্রেসের চালক ঘুমন্ত অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে রং সাইডে গেলে বিপররীত দিকে থেকে বেপরোয়া গতির ট্রাক পাবনা এক্সপ্রেস বাসের পেটে মেরে দেয়। এতে বাসে থাকা ৩ যাত্রি নিহত হন। নিহতরা হলো- উপজেলার শান্তিপুর গ্রামের মৃত হাশেম মোল্লার ছেলে আবেদ (৩৮), আতাইকুলা গ্রামের মৃত ইরাদ আলীর ছেলে মনছের আলী (৪০) এবং অপরজনের নাম পরিচয় পাওয়া যায়নী।
মাধপুর হাইওয়ে থানার ওসি মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের লাশ তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।