ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মন থেকে নিজের ছেলে মেয়ে ভেবে শিক্ষার্থীদেরকে সঠিক ভাবে লেখাপড়া করান — শিক্ষকদের উদ্দেশ্যে হাবিবুর রহমান হাবিব Logo জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) মনোনয়নের আবেদন করেছেন প্রীতম দাশ Logo চাঁপাইনবাবগঞ্জে গাছ ফেলে ডাকাতির চেষ্টা ॥ ধরতে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত Logo ভয়াল ১২ই নভেম্বর স্মরণে ভোলায় আলোচনা সভা ও র‌্যালি Logo শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ১১লাখ টাকার পণ্য জব্দ; ১জন গ্রেফতার Logo কমিটি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই যুবশক্তির ৩১ জনের পদত্যাগ Logo নভেম্বরের শেষে দেশে ফিরতে পারেন তারেক রহমান: সালাহউদ্দিন Logo আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে আলোচনার কিছু নেই: আমীর খসরু Logo সীমান্তে ৪ কোটি টাকার পণ্যসহ গাড়ি জব্দ করছে বিজিবি ৬০ ব্যাটালিয়ান Logo আত্রাইয়ে ইটভাটা বন্ধের বিরুদ্ধে মানববন্ধন ও ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান

দুর্ঘটনা প্রতিরোধে সেভ দ্য রোডের ৭ দফা দাবি

ঢাকা: চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে দেশের সড়কপথে ১৭ হাজার ৯৫৭টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২ হাজার ৭৭৮ জন এবং আহত হয়েছেন ১৭ হাজার ৮২৬ জন। অর্থাৎ প্রতিদিন গড়ে ১৫ জনের মৃত্যু ঘটেছে সড়কে। এসব তথ্য জানিয়েছে গবেষণা ও সচেতনতামূলক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেভ দ্য রোড’।

বৃহস্পতিবার (৪ জুলাই) রাজধানীর বিজয় মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন সংগঠনের মহাসচিব শান্তা ফারজানা। তিনি বলেন, ‌‘বাইক, বাস ও ব্যাটারি চালিত অটোসহ বিভিন্ন যানবাহনের বেপরোয়া চলাচল এবং আইন না মানার সংস্কৃতির ফলে দেশে সড়ক দুর্ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে।’

সংগঠনের দেওয়া তথ্য অনুযায়ী, শুধু ব্যাটারিচালিত অটো, সিএনজি ও থ্রি-হুইলার বাহনের কারণে ৮ হাজার ৮১২টি দুর্ঘটনায় আহত হয়েছেন ৮ হাজার ৮১৫ জন এবং নিহত হয়েছেন ৭৯৫ জন। মোটরসাইকেল দুর্ঘটনায় ৬৭৩ জন, বাস দুর্ঘটনায় ৮২৫ জন এবং ট্রাক-পিকআপ-লরি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আরও ৪৮৫ জন।

শান্তা ফারজানা বলেন, ‘দেশজুড়ে প্রায় আড়াই লাখ অনুমোদনহীন ব্যাটারিচালিত অটো-রিকশা চলছে। এছাড়া ৩৫০ সিসির বেশি ক্ষমতার বাইক লাইসেন্সবিহীনভাবে সড়কে চলাচল করছে, যা আইন ও নীতিমালার লঙ্ঘন।’

তিনি জানান, এসব তথ্য সংগৃহীত হয়েছে ১৭টি জাতীয় দৈনিক, ২০টি টেলিভিশন চ্যানেল, ২২টি নিউজ পোর্টাল ও সেভ দ্য রোডের স্বেচ্ছাসেবকদের সরাসরি পর্যবেক্ষণ থেকে।

সংবাদ সম্মেলনে সেভ দ্য রোড-এর প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী বলেন, ‘পথ নিরাপদ করতে হলে প্রতিটি ৩ কিলোমিটারে একটি করে পুলিশ বুথ স্থাপন করতে হবে। কিন্তু সেই দাবি বাস্তবায়ন না হওয়ায় চলতি ছয় মাসে ১১৮টি সড়ক ডাকাতির ঘটনা ঘটেছে, যাতে আহত হয়েছেন ১০৪ জন। একই সময়ে নারী শ্লীলতাহানির ঘটনা ঘটেছে ৬১৪টি এবং ধর্ষণের ঘটনা ঘটেছে ২টি।’

তিনি জানান, সড়কপথ ছাড়াও নৌপথে ৬১৫টি দুর্ঘটনায় ১৪ জন নিহত ও ৪৫১ জন আহত হয়েছেন। রেলপথে ঘটেছে ৫২৬টি দুর্ঘটনা, এতে নিহত হয়েছেন ১৪ জন এবং আহত হয়েছেন ১৮৪ জন। বিমান দুর্ঘটনা না ঘটলেও বিমানবন্দরের অব্যবস্থাপনায় অসুস্থ হয়েছেন ৩১৬ জন।

সেভ দ্য রোড-এর দাবি, বর্তমান অন্তর্বর্তী সরকারও সড়কে শৃঙ্খলা ফেরাতে ব্যর্থ হয়েছে। ফিটনেসবিহীন যানবাহন, লাইসেন্সবিহীন চালক ও পরিকল্পনাহীন পরিবহন ব্যবস্থাপনার দায় সরকার এড়াতে পারে না। সংগঠনটি দাবি করে, প্রশাসনের কিছু দুর্নীতিগ্রস্ত আমলা ও শ্রমিক নেতাদের মদদে এই বিশৃঙ্খলা চলছে।

সংগঠনটি দুর্ঘটনামুক্ত পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে সাত দফা দাবি জানিয়েছে:
১. মিরসরাই ট্রাজেডির স্মরণে ১১ জুলাইকে ‘দুর্ঘটনামুক্ত পথ দিবস’ ঘোষণা,
২. ফুটপাত দখলমুক্ত করে চলাচলের পথ নিশ্চিত,
৩. ফিটনেসবিহীন যান নিষিদ্ধ ও অষ্টম শ্রেণি উত্তীর্ণ চালক ছাড়া কাউকে নিয়োগ না দেওয়া,
৪. দুর্ঘটনায় নিহতদের ১০ লাখ ও আহতদের ৩ লাখ টাকা ক্ষতিপূরণ,
৫. ‘ট্রান্সপোর্ট পুলিশ ব্যাটালিয়ন’ গঠন,
৬. দুর্ঘটনার তদন্ত ও বিচার দ্রুত সম্পন্ন করে আইনের শাসন প্রতিষ্ঠা,
৭. ইউলুপ বৃদ্ধি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে দুর্নীতিবিরোধী কঠোর ব্যবস্থা।

প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী বলেন, ‘২০০৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে যাত্রা শুরু করা ‘সেভ দ্য রোড’ বিগত ১৭ বছর ধরে আকাশ, সড়ক, নৌ ও রেলপথকে দুর্ঘটনামুক্ত করতে কাজ করে যাচ্ছে।’

সংগঠনের অঙ্গীকার— ‘পথ দুর্ঘটনা থাকবে না আর’— বাস্তবায়নে সরকার ও জনগণের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্ব দেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মন থেকে নিজের ছেলে মেয়ে ভেবে শিক্ষার্থীদেরকে সঠিক ভাবে লেখাপড়া করান — শিক্ষকদের উদ্দেশ্যে হাবিবুর রহমান হাবিব

দুর্ঘটনা প্রতিরোধে সেভ দ্য রোডের ৭ দফা দাবি

Update Time : ০৬:৩৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
ঢাকা: চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে দেশের সড়কপথে ১৭ হাজার ৯৫৭টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২ হাজার ৭৭৮ জন এবং আহত হয়েছেন ১৭ হাজার ৮২৬ জন। অর্থাৎ প্রতিদিন গড়ে ১৫ জনের মৃত্যু ঘটেছে সড়কে। এসব তথ্য জানিয়েছে গবেষণা ও সচেতনতামূলক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেভ দ্য রোড’।

বৃহস্পতিবার (৪ জুলাই) রাজধানীর বিজয় মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন সংগঠনের মহাসচিব শান্তা ফারজানা। তিনি বলেন, ‌‘বাইক, বাস ও ব্যাটারি চালিত অটোসহ বিভিন্ন যানবাহনের বেপরোয়া চলাচল এবং আইন না মানার সংস্কৃতির ফলে দেশে সড়ক দুর্ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে।’

সংগঠনের দেওয়া তথ্য অনুযায়ী, শুধু ব্যাটারিচালিত অটো, সিএনজি ও থ্রি-হুইলার বাহনের কারণে ৮ হাজার ৮১২টি দুর্ঘটনায় আহত হয়েছেন ৮ হাজার ৮১৫ জন এবং নিহত হয়েছেন ৭৯৫ জন। মোটরসাইকেল দুর্ঘটনায় ৬৭৩ জন, বাস দুর্ঘটনায় ৮২৫ জন এবং ট্রাক-পিকআপ-লরি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আরও ৪৮৫ জন।

শান্তা ফারজানা বলেন, ‘দেশজুড়ে প্রায় আড়াই লাখ অনুমোদনহীন ব্যাটারিচালিত অটো-রিকশা চলছে। এছাড়া ৩৫০ সিসির বেশি ক্ষমতার বাইক লাইসেন্সবিহীনভাবে সড়কে চলাচল করছে, যা আইন ও নীতিমালার লঙ্ঘন।’

তিনি জানান, এসব তথ্য সংগৃহীত হয়েছে ১৭টি জাতীয় দৈনিক, ২০টি টেলিভিশন চ্যানেল, ২২টি নিউজ পোর্টাল ও সেভ দ্য রোডের স্বেচ্ছাসেবকদের সরাসরি পর্যবেক্ষণ থেকে।

সংবাদ সম্মেলনে সেভ দ্য রোড-এর প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী বলেন, ‘পথ নিরাপদ করতে হলে প্রতিটি ৩ কিলোমিটারে একটি করে পুলিশ বুথ স্থাপন করতে হবে। কিন্তু সেই দাবি বাস্তবায়ন না হওয়ায় চলতি ছয় মাসে ১১৮টি সড়ক ডাকাতির ঘটনা ঘটেছে, যাতে আহত হয়েছেন ১০৪ জন। একই সময়ে নারী শ্লীলতাহানির ঘটনা ঘটেছে ৬১৪টি এবং ধর্ষণের ঘটনা ঘটেছে ২টি।’

তিনি জানান, সড়কপথ ছাড়াও নৌপথে ৬১৫টি দুর্ঘটনায় ১৪ জন নিহত ও ৪৫১ জন আহত হয়েছেন। রেলপথে ঘটেছে ৫২৬টি দুর্ঘটনা, এতে নিহত হয়েছেন ১৪ জন এবং আহত হয়েছেন ১৮৪ জন। বিমান দুর্ঘটনা না ঘটলেও বিমানবন্দরের অব্যবস্থাপনায় অসুস্থ হয়েছেন ৩১৬ জন।

সেভ দ্য রোড-এর দাবি, বর্তমান অন্তর্বর্তী সরকারও সড়কে শৃঙ্খলা ফেরাতে ব্যর্থ হয়েছে। ফিটনেসবিহীন যানবাহন, লাইসেন্সবিহীন চালক ও পরিকল্পনাহীন পরিবহন ব্যবস্থাপনার দায় সরকার এড়াতে পারে না। সংগঠনটি দাবি করে, প্রশাসনের কিছু দুর্নীতিগ্রস্ত আমলা ও শ্রমিক নেতাদের মদদে এই বিশৃঙ্খলা চলছে।

সংগঠনটি দুর্ঘটনামুক্ত পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে সাত দফা দাবি জানিয়েছে:
১. মিরসরাই ট্রাজেডির স্মরণে ১১ জুলাইকে ‘দুর্ঘটনামুক্ত পথ দিবস’ ঘোষণা,
২. ফুটপাত দখলমুক্ত করে চলাচলের পথ নিশ্চিত,
৩. ফিটনেসবিহীন যান নিষিদ্ধ ও অষ্টম শ্রেণি উত্তীর্ণ চালক ছাড়া কাউকে নিয়োগ না দেওয়া,
৪. দুর্ঘটনায় নিহতদের ১০ লাখ ও আহতদের ৩ লাখ টাকা ক্ষতিপূরণ,
৫. ‘ট্রান্সপোর্ট পুলিশ ব্যাটালিয়ন’ গঠন,
৬. দুর্ঘটনার তদন্ত ও বিচার দ্রুত সম্পন্ন করে আইনের শাসন প্রতিষ্ঠা,
৭. ইউলুপ বৃদ্ধি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে দুর্নীতিবিরোধী কঠোর ব্যবস্থা।

প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী বলেন, ‘২০০৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে যাত্রা শুরু করা ‘সেভ দ্য রোড’ বিগত ১৭ বছর ধরে আকাশ, সড়ক, নৌ ও রেলপথকে দুর্ঘটনামুক্ত করতে কাজ করে যাচ্ছে।’

সংগঠনের অঙ্গীকার— ‘পথ দুর্ঘটনা থাকবে না আর’— বাস্তবায়নে সরকার ও জনগণের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্ব দেন তিনি।