পাবনার বেড়া প্রেসক্লাবের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ রোববার(২৯ জুন)পালিত হয়েছে। সকাল ১১ টায় ক্লাবের অস্থায়ী কার্যালয়ে বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি ও বেড়ায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিদের উপস্থিতিতে কেক কাটার মধ্য দিয়ে কর্মসূচি উদ্বোধন করা হয়।
এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন বেড়া প্রেসক্লাবের সভাপতি শফিউল আযম আলতু সাধারণ সম্পাদক, সহকারী অধ্যাপক সাজেদুল ইসলাম দিপু,সহ-সভাপতি ওমর সরকার সহ-সাধারণ সম্পাদক মানিক হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আবুল কালাম আযাদ, সহকারী অধ্যাপক বরুন রায়, কোষাধ্যক্ষ ওয়াহিদুজ্জামান, দপ্তর সম্পাদক মোঃ আতিকুর রহমান সাইদুর রহমান, ফেরদৌস হাসান প্রমূখ।
এ সময় বিভিন্ন সামাজিক সংগঠনের ৃমধ্যে আমিনপুর থানা প্রেসক্লাব, রক্তদাতা ইউনিট প্রথম আলো বন্ধুসভা, আমারদেশ পাঠক মেলা ,বেড়া মানব কল্যান সংস্থা,বেড়া শিক্ষার্থী সহযোগিতা সংগঠন, একতা উন্নয়ন সংঘের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণীপেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে এক আনন্দ শোভাযাত্রা বেড়া পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিন করেন