নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের ডালিয়া নদীর ক্যানেলে (সেলফি ঘাট) ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ জুন) দুপুরে ঘটনাটি ঘটে। নিহত জুনায়েদ ইসলাম (১০) ওই এলাকার লক্ষণপুর সোলেমান পাড়ার জাহিদুলের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন বাঙ্গালীপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম। তিনি জানান, সবার অজান্তে শিশুটি তিস্তা ক্যানেলে গোসল করতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে।