সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেয়।
নির্বাচন আয়োজনে অনিয়মের অভিযোগে রাজধানীর শেরে বাংলা নগর থানার মামলায় কাজী হাবিবুল আউয়ালের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ।
শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।
এর আগে গতকাল বুধবার মগবাজার থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
প্রহসনের নির্বাচন করার অভিযোগে সাবেক সিইসিসহ ২৪ জনের নাম উল্লেখ করে গত রোববার রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য সালাহ উদ্দিন খান।
মামলায় ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন সিইসি রকিব উদ্দিন আহমদ, ২০১৮ সালের নির্বাচনে তৎকালীন সিইসি কে এম নুরুল হুদা এবং ২০২৪ সালের নির্বাচনে তৎকালীন সিইসি কাজী হাবিবুল আউয়ালকে আসামি করা হয়।
এই মামলায় অন্যান্যদের মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, জাবেদ পাটোয়ারি, একে এম শহীদুল হককেও আসামি করা হয়েছে।
মামলায় অভিযুক্ত আরেক সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকেও গ্রেপ্তার করা হয়েছে।
গত ২২ জুন রাজধানীর উত্তরার বাসা থেকে ‘মব’ এর মাধ্যমে তাকে হেনস্থা করার অভিযোগ ওঠে। এরপর তাকে পুলিশে সোপর্দ করা হয়। তাকে চার দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে।