
ঢাকা: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।
বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে তিনি সাক্ষাৎ করেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এর আগে লন্ডন বৈঠকে ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের কথা জানানো হয় সরকারের পক্ষ থেকে। বৈঠকের পর প্রথমবারের মতো প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন সিইসি।
লন্ডন বৈঠকের পর নির্বাচনের তারিখ নিয়ে সরকারের বার্তা স্পষ্ট নয় বলে জানিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচনের রোডম্যাপ ঠিক করতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছিলেন তিনি।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা 



















