পাবনার ঈশ্বরদীতে বৈদ্যুতিক প্রি-প্রেইড মিটার স্থাপন কার্যক্রম বন্ধের দাবিতে ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতি আয়োজিত বাজারের সকল ব্যবসায়ীদের নিয়ে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও নেসকো অফিস ঘেরাও করে নেসকোর নির্বাহী প্রকৌশলী আব্দুল নূর এর কাছে স্বারক লিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিদ্যুৎ
লাইনের বর্তমান বিল ব্যবস্থাপনার মিটারের পরিবর্তে প্রি-পেইড মিটার স্থাপন চালু করার কার্যক্রম প্রতিহত করতে এই বিক্ষোভ মিছিল ও নর্দান ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি (নেসকো) কার্যালয় ঘেরাও কর্মসূচী পালন করা হয়েছে। এই মিটার সিরাজগঞ্জ, রাজশাহী সহ বিভিন্ন এলাকার জনগণ প্রতিহত করেছিলেন।
ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির ব্যানারে আজ বৃহস্পতিবার (২৬ জুন ) দুপুরে এ কর্মসূচী পালন করা হয়। এসময় শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করা হয়। প্রিপেইড মিটার না লাগানোর জন্য ব্যবসায়ী নেতৃবৃন্দসহ সর্বস্তরের ব্যবসায়ী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নেসকোর নির্বাহী প্রকৌশলী আব্দুন নূরকে একটি স্মারকলিপি প্রদান করেন।
নেসকো কার্যালয়ের সামনে বিক্ষোভ শেষে পথসভায় বক্তারা বলেন, পতিত ফ্যাসিস্ট সরকার ও আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতে জনগণকে বোকা বানিয়ে দুর্ভোগ বাড়াতে এবং দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাত করতে প্রি-পেইড মিটার চালু করার ষড়যন্ত্র করা হচ্ছে। আওয়ামী লীগের দোসররা এসব অপকর্মের সঙ্গে জড়িত। ভারতের আদানী গ্রুপকে লাভবান করতেই এই প্রকল্প হাতে নিয়েছিলেন। ফ্যাসিস্ট সরকার দেশ ত্যাগ করলেও তাদের পেতাত্মারা এখনো এদেশের বিভিন্ন দপ্তরে বহাল রয়েছে। ঈশ্বরদীবাসী নেসকোর নির্বাহী পরিচালকের এই ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দিবে না। ঈশ্বরদীতে প্রি-পেইড মিটার লাগানোর চেষ্টা করলে জনগন তা প্রতিহত করবে। এই মিটার সিরাজগঞ্জ, রাজশাহী সহ বিভিন্ন এলাকার জনগণ প্রতিহত করেছিলেন।
পথসভায় বক্তব্য দেন ঈশ্বরদী শিল্প বণিক সমিতির সভাপতি নান্নু রহমান, সহ-সভাপতি আনোয়ার হোসেন জনি, নির্বাহী সদস্য সেলিম আহমেদ, আবুল কালাম আজাদ, সাইফ হাসান সেলিম, আবু সাঈদ লিটন, আকরাম রায়হান বাবু, মাহমুদুর রহমান ফুল জুয়েল, রাজেশ কুমার সরাফ, অহিদুজ্জামান মিন্টু, রবিউল আউয়াল সজিব। ব্যবসায়ী শামীম আহমেদ, আরশেদ আলী ও আসলাম হোসেন।