
জাতিসংঘের আনবিক শক্তি সংস্থা বা আইএইএ প্রধান রাফায়েল গ্রসি বলেছেন, তার পরিদর্শকদের ইরানে ফেরত যাওয়া ও দেশটির সাথে কাজ শুরু করা প্রয়োজন।
তিনি বলেন, এখন তার অগ্রাধিকার হলো ইরানে ফেরত যাওয়া। তবে তিনি এও বলেছেন যে বিষয়টি খুব একটা সহজ হবে না।
ইরানের পরমাণু কর্মসূচি শুধু কয়েক মাসের জন্য পিছিয়েছে–– এমন খবরের বিষয়ে তিনি বলেন “এই দৃষ্টিভঙ্গী আমি পছন্দ করি না, এটি দর্শকের চোখে দেখা”।
“প্রযুক্তি সেখানে আছে। কারিগরি সক্ষমতাও সেখানে আছে। এটা কেউ অস্বীকার করতে পারে না,” বলেছেন তিনি।
গ্রসি বলেন, “কূটনৈতিক সমাধানের একটি সুযোগ আছে। আমাদের সেই সুযোগ নষ্ট করা ঠিক হবে না। এটা দুই নাকি তিন মাসের জন্য সেটা গুরুত্বপূর্ণ নয়। আমাদের দরকার হলো সমাধান।”
Reporter Name 





















