
নারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলার মালেক জুট মিলের শ্রমিকদের পাওনা বকেয়া বেতনের দাবীতে সোনারগাঁও উপজেলার কাচপুর ঢাকা সিলেট ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আজ সকালে অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে শ্রমিকরা। এসময় ২ ঘন্টা অবরোদে বন্ধ হয়ে যায় যানচলাচল।
ভোগান্তিতে পরেন হাজার হাজার পরিবহন যাএী। পরে আজকের মধ্যে বেতন পরিশোধ সহ সকল দাবী মেনে মালিক পক্ষ ও কাচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওয়াহিদ মোর্শেদের আস্বাশে মহাসড়ক থেকে সড়ে যান শ্রমিকরা।
শ্রমিকরা বলছেন, আজকের মধ্যে সকল বেকেয়া পরিশোধ এবং নোটিশ ছাড়া শ্রমিক ছাটাই করা সহ ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে মিল বন্ধ করে দেয়ার হুমকি দিলে আবারো আমরা রাস্তায় নামতে বাধ্য হবো।
কাচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওয়াহিদ মোর্শেদ জানান, মালিক পক্ষের কথা অনুযায়ী অনুরোধ করিলে শ্রমিকরা তা মেনে মহাসড়ক থেকে সড়ে যান, তবে কথা অনুযায়ী মালিক পক্ষ কাজ না করলে দায়ভার মালেক জুট মিলের মালিককেই নিতে হবে।
সোনারগাঁ (নারায়ণগন্জ ) প্রতিবেদক 


















