রংপুর কারমাইকেল কলেজে নতুন বিভাগ চালু, আবাসিক হল নির্মাণ, যাতায়াতের জন্য বাস ক্রয়, পুলিশ বক্স স্থাপনসহ ২১ দফা দাবিতে তৃতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন কর্মসূচী পালন করছে শিক্ষার্থীরা। দাবী মানা না হলে আগামীকাল বুধবার থেকে রেল ও সড়কপথ অবরোধ করবে শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত কলেজের প্রধান গেট বন্ধ করে দিয়ে কলেজে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা। এসময় শিক্ষা উপদেষ্টা ও ইউজিসি’র ভিসি ক্যাম্পাসে না আসা পর্যন্ত আন্দোলন কর্মসূচী চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। তৃতীয় দিনেও সতর্ক অবস্থানে ছিলো সেনাবাহিনীর সদস্যরা।
শিক্ষার্থীরা বলেন, প্রায় ৩০ হাজার শিক্ষার্থীদের প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী কলেজ কারমাইকেল কলেজ। অথচ এই কলেজে চাহিদা অনুযায়ী নতুন বিভাগ নাই, আবাসিক হল নেই, যাতায়াতের জন্য পর্যাপ্ত বাস নেই, নিরাপত্তার জন্য পুলিশ বক্স নেই। এমন অনেক সমস্যায় জর্জরিত কলেজ। এসব সমস্যার কথা দীর্ঘদিন থেকে বলে আসলেও সমাধানের কোন উদ্যোগ নেই। তাই ৫ই আগস্টের পর থেকে ঐতিহ্যবাহী শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠান রংপুর কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা দাবি আদায়ে আন্দোলন করছে। কিন্তু ১০ মাসেও শুধু আশ্বাস ছাড়া কোন সমাধান মেলেনি। তাই উন্নয়নের ক্ষেত্রে আর কোন ছাড় নেই। উন্নয়নের জন্য আন্দোলন চলবে। যতক্ষন না পর্যন্ত শিক্ষা উপদেষ্টা ও ইউজিসি’র ভিসি ক্যাম্পাস না আসবে ততক্ষণ পর্যন্ত এ আন্দোলন চলবে। আজকের মধ্যে দাবী মানা না হলে আগামীকাল বুধবার থেকে রেল ও সড়কপথ অবরোধ করা হবে।
কারমাইকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোস্তাফিজার রহমান বলেন, শিক্ষার্থীদের দাবী সমুহ নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং শিক্ষা উপদেষ্টার সাথে সব বিষয় নিয়ে আমরা কথা বলছি।
ইতোমধ্যে লিখিতভাবে সব সমস্যার কথা জানিয়েছি। আমরাও চাই দাবিগুলো দ্রুত বাস্তবায়ন হোক এবং শিক্ষার্থীরা ক্লাসে ফিরে আসুক।
উল্লেখ্য, ২১ দফা দাবিতে গত রোববার কলেজের শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে।