
নিজের ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ইরান ও ইযরায়েলের মধ্যে যুদ্ধ বিরতি কার্যকর হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ট্রাম্প তার পোস্টে বলেন, যুদ্ধবিরতি এখন কার্যকর হয়েছে। দয়া করে, কেউ এটা লঙ্ঘন করবেন না।’
ট্রাম্পের দেয়া পোস্টের পরেই ইসরায়েল ও ইরানের সংবাদমাধ্যমেও যুদ্ধবিরতি শুরু হয়েছে বলে জানানো হয়। তবে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি শুরু হলেও যুদ্ধবিরতির সুনির্দিষ্ট সময় ও শর্ত নিয়ে এখনো বিভ্রান্তি রয়েছে বলে জানিয়েছে সিএনএন।
এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যুদ্ধ বিরতির কথা নিশ্চিত করে বিবৃতি দেয়া হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। বিবৃতিতে দাবি করা হয় ইরানে ইযরায়েলের সামরিক অভিযান সফল হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে যে নেতানিয়াহু গত রাতে দেশটির প্রতিরক্ষামন্ত্রী এবং মোসাদের প্রধানের সাথে অপারেশন রাইজিং লায়ন নিয়ে কথা আলোচনা করেছেন।
ইসরায়েলি সামরিক বাহিনী ইরানের সামরিক নেতৃত্বের মারাত্মক ক্ষতি করেছে এবং কয়েক ডজন কেন্দ্রীয় ইরানি সরকারি লক্ষ্যবস্তু ধ্বংস করেছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, “অভিযানের উদ্দেশ্য অর্জন হওয়ায় এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে পূর্ণ সমন্বয়ের মাধ্যমে, ইসরায়েল দ্বিপাক্ষিক যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছে।
তবে যেকোনো যুদ্ধবিরতি লঙ্ঘনের ক্ষেত্রে ইসরায়েল কঠোর জবাব দেবে বলেও হুঁশিয়ারি দেয়া হয় বিবৃতিতে।
আন্তর্জাতিক ডেস্ক 





















