চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গলাকাটা এক যুবকের লাশ উদ্ধার করেছে নাচোল থানা পুলিশ।
নাচোলে থানা সূত্রে জানা গেছে, গতকাল রবিবার সন্ধ্যার পর নাচোল উপজেলা পৌর এলাকার শ্রীরামপুর রেলপাড়ার মৃত মোতালেব হোসেন ফাকু মন্ডলের ছেলে রাজু আহম্মেদ(২৩) ভাড়ায় চালিত ভ্যান নিয়ে ফতেপুর ইউনিয়নের মল্লিকপুরের উদ্দ্যেশে যাত্রী নিয়ে যায়। গভীর রাত হলে রাজু ভ্যান নিয়ে বাড়ী না ফেরায় তার পরিবারের সদস্যরা খোঁজাখুজির শুরু করে। সোমবার সকালে ওই ইউনিয়ের পারিলা গ্রামের হেয়ারিং বন্ড রাস্তায় পাশে আব্বাস উদ্দিনের আম বাগানে পথচারীরা এক যুবকের গলা কাটা লাশ দেখতে পেয়ে নাচোল থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে নাচোল থানা পুলিশ ঘটনা স্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ মর্গে প্রেরণ করেন। এবিষয়ে নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।