
রুশ প্রেসিডেন্টের পররাষ্ট্রনীতিবিষয়ক সহকারী ইউরি উশাকভ সাংবাদিকদের বলেন, ‘ভ্লাদিমির পুতিন ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানের নিন্দা জানিয়েছেন এবং সংঘাতের সম্ভাব্য বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, যা মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতির ওপর অনিশ্চিত প্রভাব ফেলবে।’
প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে শনিবার ফোনালাপ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রয়টার্স জানায়, ৫০ মিনিটের এ ফোনালাপে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানের নিন্দা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট।
তিনি এ সংঘাত বৃদ্ধির ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বলে জানিয়েছে ক্রেমলিন।
বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত আশঙ্কাকে সত্যি করে ১৩ জুন শুরুর সময়ে ইরানে বিমান হামলা চালায় ইসরায়েল। জবাবে ইসরায়েলের ওপর ড্রোন ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে ইরান।
সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দুই পক্ষের এ সংঘাতে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র অ্যামেরিকার যুক্ত হওয়ার আশঙ্কা করছেন অনেকে। অ্যামেরিকার মূল ভূখণ্ড থেকে বি-২ বোমারু বিমান প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ গুয়ামে স্থানান্তরের খবরে সে শঙ্কা আরও বেড়েছে।
এমন বাস্তবতায় রুশ প্রেসিডেন্টের পররাষ্ট্রনীতিবিষয়ক সহকারী ইউরি উশাকভ সাংবাদিকদের বলেন, ‘ভ্লাদিমির পুতিন ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানের নিন্দা জানিয়েছেন এবং সংঘাতের সম্ভাব্য বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, যা মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতির ওপর অনিশ্চিত প্রভাব ফেলবে।’
উশাকভ আরও জানান, মধ্যপ্রাচ্যের ঘটনাগুলোকে ‘খুবই উদ্বেগজনক’ আখ্যা দিয়েছেন ডনাল্ড ট্রাম্প, তবে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা ফের শুরু করার বিষয়টি উড়িয়ে দেননি দুই রাষ্ট্রপ্রধান।
রুশ প্রেসিডেন্টের সহকারী জানান, ২২ জুনের পর ইউক্রেনের সঙ্গে আলোচনার জন্য রাশিয়া প্রস্তুত বলে ট্রাম্পকে জানিয়েছেন পুতিন।
তিনি আরও জানান, ইউক্রেন-রাশিয়া সংঘাতের দ্রুত সমাধানের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন ট্রাম্প।
ওই সময় ৭৯তম জন্মদিন উপলক্ষে ট্রাম্পকে অভিনন্দন জানান পুতিন।
আন্তর্জাতিক ডেস্ক 




















