
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পরপরই ইসরায়েলর প্রধান বেসরকারি বিমান সংস্থাগুলো তাদের সব ফ্লাইট ৭ জুলাই পর্যন্ত স্থগিত করেছে।
ইসরায়েলের বেন গুরিয়ন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। রোববার চালানো এই হামলায় দুই ধরণের জ্বালানিযুক্ত ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, বিমানবন্দরের পাশাপাশি ইসরায়েলের গবেষণা কেন্দ্র, সহায়তা ঘাঁটি এবং কন্ট্রোল ও কমান্ড সেন্টারকেও হামলার লক্ষ্যবস্তু করে ইরান।
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পরপরই এল আল, ইসরায়েল এয়ারলাইন্স, আরকিয়া এবং ইসরাইর মতো ইসরায়েলর প্রধান বেসরকারি বিমান সংস্থাগুলো তাদের সব ফ্লাইট আগামী ৭ জুলাই পর্যন্ত স্থগিত করেছে। পরবর্তী ঘোষণা না পাওয়া পর্যন্ত শুধু যাত্রীদের দেশে ফেরানোর জন্য ফ্লাইট পরিচালনা করবে বিমান সংস্থাগুলো। এছাড়া অন্যান্য সকল ফ্লাইট বন্ধ রাখা হবে।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডারটুয়েন্টি ফোরের -এর তথ্যমতে, অ্যামেরিকায় ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর বিমান চলাচলের একটি বড় অংশ মধ্যপ্রাচ্যের আকাশপথ এড়িয়ে চলছে। এছাড়া, ইসরায়েল ও ইরানের মধ্যেকার পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার কারণে এ অঞ্চলের আকাশপথে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে।
আন্তর্জাতিক ডেস্ক 




















