
ঢাকা: ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর সাম্প্রতিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। রোববার (২২ জুন) এক আনুষ্ঠানিক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এমন ঘটনা মধ্যপ্রাচ্যের মতো ইতোমধ্যেই উত্তপ্ত অঞ্চলের স্থিতিশীলতাকে আরও বিপন্ন করে তুলছে এবং এটি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি।
বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, যে কোনো সংকট নিরসনে শান্তিপূর্ণ সংলাপ এবং কূটনৈতিক প্রচেষ্টাই সবচেয়ে কার্যকর পথ — এই নীতিগত অবস্থানকে আবারও পুনর্ব্যক্ত করছে ঢাকা। একইসঙ্গে সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানানো হয় এবং যেকোনো ধরনের উত্তেজনাকর পদক্ষেপ থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়।
বিবৃতিতে বাংলাদেশ জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানায়, যেন তারা মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা পালন করে। পাশাপাশি বাংলাদেশের বিশ্বাস, পারস্পরিক শ্রদ্ধা, গঠনমূলক আলোচনা ও আন্তর্জাতিক নিয়মনীতি মেনেই কেবল দীর্ঘমেয়াদি শান্তির ভিত্তি স্থাপন সম্ভব।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা 


















