নওগাঁর পত্নীতলায় পিক-আপ ও ভটভটি সংঘর্ষে পিক-আপের চালক জসিম উদ্দিন (৩৭) নিহত হয়েছেন। আজ
শুক্রবার (২০ জুন) ভোরে নজিপুর-বদলগাছী সড়কের খিরসিন মোড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত জসিম নেত্রকোনা জেলার বারহাট্রা উপজেলার চিচড়াকান্দা চরপাড়া গ্রামের আলী উসমানের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার ভোরে বদলগাছীর দিক থেকে আসা পিকআপ ও নজিপুরের দিক থেকে যাওয়া ভটভটির মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালক জসিম গুরুতর আহত অবস্থায় পিকআপের ভেতরে চাপা লেগেছিল। খবর পেয়ে পত্নীতলা ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শাহ মোঃ এনায়েতুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরবর্তীতে লাশ পুলিশ হেফাজতে রেখে তার বাড়িতে খবর দেওয়া হয়েছে।