ঢাকা ১১:৪০ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সৈয়দপুরে আর্মি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস পালিত Logo তানোরে নতুন ধানের জাত ব্রি ধান ১০৩ এর মাঠ দিবস অনুষ্ঠিত Logo প্রিপেইড মিটার স্থাপন বন্ধ ও মামলা প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে মৌন মিছিল ও স্মারকলিপি হস্তান্তর Logo সৈয়দপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার Logo শ্রীমঙ্গলে সাংবাদিকদের সাথে সংসদ সদস্য প্রার্থী হারুনুর রশিদের মতবিনিময় সভা Logo মোবাইল-ই কাল হলো নবম শ্রেণীর ছাত্রী জ্যামির, শিক্ষকের শাসন -অতঃপর বিষপানের মৃত্যু Logo রাজধানীর বাড্ডা ও শাহজাদপুরে ২ বাসে আগুন Logo রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে একজন নিহত Logo চুয়াডাঙ্গায় অবৈধ সার ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড ও জরিমানা Logo মহাদেবপুরে আদালতের আদেশ অমান্য করে স্থাপনা নির্মাণের চেষ্টা

অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাবেক এমপি নুর মোহাম্মদ মণ্ডল কারাগারে

অবৈধ সম্পদ অর্জনের মামলায় রংপুর পীরগঞ্জ ৬ সংসদীয় আসনে সাবেক এমপি ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ মণ্ডলকে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।

আজ বৃহস্পতিবার দুপুরে সিনিয়র জেলা দায়রা জজ ফজলে খোদা মো: নাজির জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। ঘটনার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, সাবেক সংসদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ মণ্ডলের বিরুদ্ধে জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জন ও দখলে রাখার একটি অভিযোগ দুদকে করা হয়।

সেই অভিযোগের বিষয়টি প্রাথমিক প্রমাণিত হয়। কমিশনের অনুমোদনক্রমে তার বিরুদ্ধে সম্পদ বিবরণী চেয়ে নোটিশ জারি করা হয়। পরবর্তিতে তিনি নিজ নামে স্থাবর ও অস্থাবর সম্পদের হিসাব দাখিল করেন। তার দাখিলকৃত সম্পদ বিবরণীতে তিনি ৫ কোটি ২২ লাখ ৫৬ হাজার ১৬৮ টাকার স্থাবর ও ২৯ লাখ ৮ হাজার ২১৭ টাকার অস্থাবর সম্পদ এবং দায়-দেনা হিসেবে ৫ কোটি ৮৪ লাখ ৭৮ হাজার ৩০৯ টাকার হিসাব কমিশনে দাখিল করেন।

পরে দুদক থেকে অনুসন্ধ্যানে ৫ কোটি ২২ লাখ ৫৬ হাজার ১৬৮ টাকার স্থাবর সম্পদের তথ্য দাখিল করলেও তার মোট স্থাবর সম্পদের পরিমাণ ৮ কোটি ৯৮ লাখ ৮৮ হাজার ৮০২ টাকা পাওয়া যায়। দায়-দেনা হিসেবে ৫ কোটি ৮৪ লাখ ৭৮ হাজার ৩০৯ টাকার হিসাব কমিশনে দাখিল করলেও তা প্রকৃতভাবে বেশি দেখিছেন ১ কোটি ৩১ লাখ ৬৪ হাজার ২১৮ টাকার। প্রকৃতপক্ষে ওই টাকাও তার গোপন বা মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ও জ্ঞাত আয়ের উৎস বর্হিভূত। যা তিনি ভোগ দখলে রেখেছেন।

তিনি এসব সম্পদ ২ বার সংসদ সদস্য ও ২ বার উপজেলা চেয়ারম্যান থাকাকালীন সময়ে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জন করেছেন মর্মে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। নুর মোহাম্মাদ মন্ডল তার আয়ের উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে রুপান্তর এবং জ্ঞাত আয়ের উৎস বর্হিভূত সম্পদ অর্জন করে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারা ও মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২)(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছে। সেই অপরাধ আমলে নিয়ে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, রংপুরের উপসহকারী পরিচালক নূর আলম বাদী হয়ে মামলা দায়ের করেন। সেই মামলার আলোকে তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।

উল্লেখ্য, নুর মোহাম্মদ মন্ডল রংপুর পীরগঞ্জ ৬ সংসদীয় আসন থেকে দুইবার সংসদ সদস্য ও দুইবার উপজেলা চেয়ারম্যান ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সৈয়দপুরে আর্মি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস পালিত

অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাবেক এমপি নুর মোহাম্মদ মণ্ডল কারাগারে

Update Time : ০২:১৪:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫

অবৈধ সম্পদ অর্জনের মামলায় রংপুর পীরগঞ্জ ৬ সংসদীয় আসনে সাবেক এমপি ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ মণ্ডলকে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।

আজ বৃহস্পতিবার দুপুরে সিনিয়র জেলা দায়রা জজ ফজলে খোদা মো: নাজির জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। ঘটনার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, সাবেক সংসদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ মণ্ডলের বিরুদ্ধে জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জন ও দখলে রাখার একটি অভিযোগ দুদকে করা হয়।

সেই অভিযোগের বিষয়টি প্রাথমিক প্রমাণিত হয়। কমিশনের অনুমোদনক্রমে তার বিরুদ্ধে সম্পদ বিবরণী চেয়ে নোটিশ জারি করা হয়। পরবর্তিতে তিনি নিজ নামে স্থাবর ও অস্থাবর সম্পদের হিসাব দাখিল করেন। তার দাখিলকৃত সম্পদ বিবরণীতে তিনি ৫ কোটি ২২ লাখ ৫৬ হাজার ১৬৮ টাকার স্থাবর ও ২৯ লাখ ৮ হাজার ২১৭ টাকার অস্থাবর সম্পদ এবং দায়-দেনা হিসেবে ৫ কোটি ৮৪ লাখ ৭৮ হাজার ৩০৯ টাকার হিসাব কমিশনে দাখিল করেন।

পরে দুদক থেকে অনুসন্ধ্যানে ৫ কোটি ২২ লাখ ৫৬ হাজার ১৬৮ টাকার স্থাবর সম্পদের তথ্য দাখিল করলেও তার মোট স্থাবর সম্পদের পরিমাণ ৮ কোটি ৯৮ লাখ ৮৮ হাজার ৮০২ টাকা পাওয়া যায়। দায়-দেনা হিসেবে ৫ কোটি ৮৪ লাখ ৭৮ হাজার ৩০৯ টাকার হিসাব কমিশনে দাখিল করলেও তা প্রকৃতভাবে বেশি দেখিছেন ১ কোটি ৩১ লাখ ৬৪ হাজার ২১৮ টাকার। প্রকৃতপক্ষে ওই টাকাও তার গোপন বা মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ও জ্ঞাত আয়ের উৎস বর্হিভূত। যা তিনি ভোগ দখলে রেখেছেন।

তিনি এসব সম্পদ ২ বার সংসদ সদস্য ও ২ বার উপজেলা চেয়ারম্যান থাকাকালীন সময়ে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জন করেছেন মর্মে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। নুর মোহাম্মাদ মন্ডল তার আয়ের উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে রুপান্তর এবং জ্ঞাত আয়ের উৎস বর্হিভূত সম্পদ অর্জন করে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারা ও মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২)(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছে। সেই অপরাধ আমলে নিয়ে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, রংপুরের উপসহকারী পরিচালক নূর আলম বাদী হয়ে মামলা দায়ের করেন। সেই মামলার আলোকে তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।

উল্লেখ্য, নুর মোহাম্মদ মন্ডল রংপুর পীরগঞ্জ ৬ সংসদীয় আসন থেকে দুইবার সংসদ সদস্য ও দুইবার উপজেলা চেয়ারম্যান ছিলেন।