
ইসরাইলের কেন্দ্রে ইরানের সবশেষ সিরিজ ক্ষেপনাস্ত্র হামলার জবাবে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ‘নির্মূল’ করার নতুন লক্ষ্য হিসাবে উল্লেখ করেছে ইসরাইল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতাকে আর থাকতে দেয়া যাবে না।
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দক্ষিণ ইসরাইলের সোরোকা হাসপাতাল ক্ষতিগ্রস্ত হবার পর দেশটির প্রতিরক্ষামন্ত্রী বলেন, খামেনির মতো একজন ব্যক্তি সব সময় তার এজেন্টদের মাধ্যমে ইসরাইলকে ধ্বংস করার লক্ষ্যে কাজ করেছেন। এই ব্যক্তি, যে আমাদের আক্রমণ করতে ইচ্ছুক, তাকে বেঁচে থাকতে হবে না।
ইসারাইল কাটজ বলেন, এই ব্যক্তিকে (খামেনি) থামানো এবং তাকে নির্মূল করার বিষয়টি এখন আমাদের চলমান অভিযানের অংশ হিসাবে বিবেচনায় রাখা হবে। আগেও বহুবার খামেনি ইসরাইলকে ধ্বংস করার কথা বলেছিলেন। তখন কেন বলেছিলেন, সেটা আমরা এখন বুঝতে পারছি।
তেল আবিবের কাছে হলনে সাংবাদিকদের সাথে কথা বলার সময় কাটজ বলেন, খামেনি প্রকাশ্যে ঘোষণা করেছেন যে, তিনি ইসরাইলকে ধ্বংস করতে চান, তিনি ব্যক্তিগতভাবে হাসপাতালগুলোতে গুলি চালানোর নির্দেশ দিয়েছেন। তিনি ইসরাইল রাষ্ট্রের ধ্বংসকে একটি লক্ষ্য বলে মনে করেন। তাই এ ধরণের ব্যক্তিকে আর থাকতে দেয়া যাবে না।
এর আগে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বলেছিলো, বৃহম্পতিবার সকালে ক্ষেপণাস্ত্র হামলার মূল লক্ষ্যবস্তু ছিল সোরোকা হাসপাতালের পাশে একটি সামরিক ঘাঁটি, হাসপাতালটি নয়।
গত সপ্তাহে আক্রমণ শুরু করার পর থেকে ইসরাইল ইরানে শাসনব্যবস্থা পরিবর্তনের সম্ভাবনাকে তার যুদ্ধ লক্ষ্যের অংশ হিসেবে উল্লেখ করেছে। গেলো শুক্রবার ইরানে ইসরাইল আক্রমণ শুরু করার পর, নেতানিয়াহু একটি ইংরেজি ভিডিওতে ইরানিদের উদ্দেশে বলেছিলেন, তিনি আশা করেন এবারের সামরিক অভিযান আপনাদের স্বাধীনতা অর্জনের পথ পরিষ্কার করবে।
আর মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খামেনির কথা উল্লেখ করে সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছিলেন, ইরানের আকাশ আমাদের নিয়ন্ত্রণে আছে। আমরা জানি তিনি (খামেনি) কোথায় আছেন। আপাতত আমরা তাকে হত্যা করছি না। তবে আমাদের ধৈর্য্যের বাধ ক্রমশ সরু হয়ে আসছে।
বৃহস্পতিবার এক প্রতিবেদনে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম ইরনা জানিয়েছে, ইসরাইলের সামরিক বাহিনীর কমান্ড সেন্টার, গোয়েন্দা বিভাগের সদর দপ্তর এবং সামরিক বাহিনীর গোয়েন্দা শাখার একটি শিবিরে আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র।
আন্তর্জাতিক ডেস্ক 




















