ঢাকা ১১:৪২ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সৈয়দপুরে আর্মি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস পালিত Logo তানোরে নতুন ধানের জাত ব্রি ধান ১০৩ এর মাঠ দিবস অনুষ্ঠিত Logo প্রিপেইড মিটার স্থাপন বন্ধ ও মামলা প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে মৌন মিছিল ও স্মারকলিপি হস্তান্তর Logo সৈয়দপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার Logo শ্রীমঙ্গলে সাংবাদিকদের সাথে সংসদ সদস্য প্রার্থী হারুনুর রশিদের মতবিনিময় সভা Logo মোবাইল-ই কাল হলো নবম শ্রেণীর ছাত্রী জ্যামির, শিক্ষকের শাসন -অতঃপর বিষপানের মৃত্যু Logo রাজধানীর বাড্ডা ও শাহজাদপুরে ২ বাসে আগুন Logo রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে একজন নিহত Logo চুয়াডাঙ্গায় অবৈধ সার ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড ও জরিমানা Logo মহাদেবপুরে আদালতের আদেশ অমান্য করে স্থাপনা নির্মাণের চেষ্টা

সৈয়দপুরে দাম বেড়েছে সুপারির,

নীলফামারীর সৈয়দপুর দ্বিগুণেরও বেশি বেড়েছে সুপারির দাম। ঈদের পর পানের দাম কিছুটা কমলেও সুপারির দাম বাড়ছে হুহু করে। কেউ কেউ বলছেন সুপারি মহাজনেরা মজুদ করে কৃত্রিম সঙ্কট সৃষ্টি করেছেন। ফলে সুপারির দাম বেড়েছে। এতে করে মাথায় হাত পড়েছে পানসেবীদের।
সৈয়দপুর শহরের পান ও কাঁচ সুপারি হাটে গেলে দেখা যায়, বেশি দামে বিক্রি হচ্ছে কাঁচা সুপারি ও শুকনা সুপারির। কোরবানি ঈদের আগে ৮০টির এক পন কাঁচা গুয়া (সুপারি) বিক্রি হয়েছে ৪০০ থেকে সাড়ে ৪০০ টাকায়। সেই কাঁচ সুপারি বর্তমানে বিক্রি হচ্ছে এক হাজার ২০০ টাকা পন দরে। অর্থাৎ পনে দাম বেড়েছে ৮০০ টাকা। একেকটি কাঁচা সুপারি বিক্রি হচ্ছে ১২ থেকে ১৪ টাকায়।
পানিতে পচিয়ে রাখা মজা সুপারির দাম ছিলো ৩০০ টাকা পন। ঈদের পর ওই সুপারি বিক্রি হচ্ছে ৬০০ টাকা দরে। ফলে দাম বেড়েছে দ্বিগুণ। ঈদের আগে শুকনো সুপারির কেজি ছিলো ৫০০ টাকা যা এখন ৯০০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে।
ব্যবসায়ীরা জানান, সৈয়দপুর শহরের পাঁচমাথা মোড়ের ভেতর দিকে পান-সুপারির বিশাল বাজার গড়ে উঠেছে। যেখানে গড়ে উঠেছে শতাধিক পান-সুপারির পাইকারি ও খুচরা দোকান। পান সুপারি ছাড়াও ওই বাজারে মিলে মজাদার পান মসলা, জর্দা, খয়ের, চুনসহ পান আওয়ার নানা মসলা।
উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা ওই বাজারে আসেন কেনাবেচার উদ্দেশ্যে। বাজারটিতে ফেনী, ভোলা, বরিশাল, কক্সবাজার, চট্টগ্রাম, কুষ্টিয়াসহ বিভিন্ন জেলা থেকে পণ্য নিয়ে আসেন। এছাড়া নীলফামারীর চিলাহাটি, পঞ্চগড়সহ আশেপাশের জেলা থেকে সুপারি আসে বাজারটিতে। জেলার চিলাহাটি ও ঢেলাপীর পাইকারি বাজারেও সুপারির দাম বেড়েছে।
ওই বাজারের পান ব্যবসায়ী জয়নুল আবেদীন জানান, সৈয়দপুরের সুপারি হাট থেকে প্রতিদিন দুই থেকে আড়াই কোটি টাকার পান সুপারি বিক্রি হয়। ঈদের পর পান ও কাঁচা সুপারির মজুদ কমে এসেছে। এর ফলে দাম বেড়েই চলেছে।
সুপারি ব্যবসায়ী ধনির চৌধুরী জানান, বাজারের চাহিদার তুলনায় সরবরাহ কম। ঈদের পর সঙ্কটে পান ও সুপারির দাম বেড়েছে। পান ব্যবসায়ী ফজলার রহমান জানান, ঈদের আগে বড় পান ৭০ থেকে ৮০ টাকা বিড়া (৮০টি) দরে বিক্রি হতো। আর ছোটপান বিক্রি হয়েছে ২০ টাকায়। ছোট পানের দাম অপরিবর্তিত থাকলেও বড়পানের দাম বেড়েছে ২০ থেকে ৩০ টাকা প্রতি বিড়ায়। এছাড়া ঈদের পর বিয়েবাড়ি ও অন্যান্য কারণে কাঁচা সুপারি ও পানের চাহিদার সাথে দামও বেড়েছে।
শহরের নয়াটোলার বাসিন্দা ও পানসেবী আব্দুস সাত্তার জানান, বড় মহাজনরা ঈদের আগে তাঁদের গুদামে বিপুল পরিমাণ সুপারি মজুদ করে। এতে বাজারে সুপারির সঙ্কট দেখা দিয়েছে। ঈদের পর ট্রাক স্বল্পতার কারণে দূরবর্তী স্থান থেকে সুপারি ও পান আনানেওয়া কমেছে। এ সুযোগে সৈয়দপুরের মহাজনরা দাম বাড়িয়ে দিয়ে আঙুল ফুলে কলাগাছ হচ্ছেন।
সৈয়দপুর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বাবুল হোসেন বলেন, বাজার মনিটরিং ও তদারকির অভাবে পান ও সুপারির বাজার নিয়ন্ত্রনে নেই। বিশেষ করে ঈদের পর ওই বাজার অনেক বেড়েছে। এ ব্যাপারে প্রশাসনের নজরদারি দরকার বলে জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সৈয়দপুরে আর্মি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস পালিত

সৈয়দপুরে দাম বেড়েছে সুপারির,

Update Time : ০৭:২৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫

নীলফামারীর সৈয়দপুর দ্বিগুণেরও বেশি বেড়েছে সুপারির দাম। ঈদের পর পানের দাম কিছুটা কমলেও সুপারির দাম বাড়ছে হুহু করে। কেউ কেউ বলছেন সুপারি মহাজনেরা মজুদ করে কৃত্রিম সঙ্কট সৃষ্টি করেছেন। ফলে সুপারির দাম বেড়েছে। এতে করে মাথায় হাত পড়েছে পানসেবীদের।
সৈয়দপুর শহরের পান ও কাঁচ সুপারি হাটে গেলে দেখা যায়, বেশি দামে বিক্রি হচ্ছে কাঁচা সুপারি ও শুকনা সুপারির। কোরবানি ঈদের আগে ৮০টির এক পন কাঁচা গুয়া (সুপারি) বিক্রি হয়েছে ৪০০ থেকে সাড়ে ৪০০ টাকায়। সেই কাঁচ সুপারি বর্তমানে বিক্রি হচ্ছে এক হাজার ২০০ টাকা পন দরে। অর্থাৎ পনে দাম বেড়েছে ৮০০ টাকা। একেকটি কাঁচা সুপারি বিক্রি হচ্ছে ১২ থেকে ১৪ টাকায়।
পানিতে পচিয়ে রাখা মজা সুপারির দাম ছিলো ৩০০ টাকা পন। ঈদের পর ওই সুপারি বিক্রি হচ্ছে ৬০০ টাকা দরে। ফলে দাম বেড়েছে দ্বিগুণ। ঈদের আগে শুকনো সুপারির কেজি ছিলো ৫০০ টাকা যা এখন ৯০০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে।
ব্যবসায়ীরা জানান, সৈয়দপুর শহরের পাঁচমাথা মোড়ের ভেতর দিকে পান-সুপারির বিশাল বাজার গড়ে উঠেছে। যেখানে গড়ে উঠেছে শতাধিক পান-সুপারির পাইকারি ও খুচরা দোকান। পান সুপারি ছাড়াও ওই বাজারে মিলে মজাদার পান মসলা, জর্দা, খয়ের, চুনসহ পান আওয়ার নানা মসলা।
উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা ওই বাজারে আসেন কেনাবেচার উদ্দেশ্যে। বাজারটিতে ফেনী, ভোলা, বরিশাল, কক্সবাজার, চট্টগ্রাম, কুষ্টিয়াসহ বিভিন্ন জেলা থেকে পণ্য নিয়ে আসেন। এছাড়া নীলফামারীর চিলাহাটি, পঞ্চগড়সহ আশেপাশের জেলা থেকে সুপারি আসে বাজারটিতে। জেলার চিলাহাটি ও ঢেলাপীর পাইকারি বাজারেও সুপারির দাম বেড়েছে।
ওই বাজারের পান ব্যবসায়ী জয়নুল আবেদীন জানান, সৈয়দপুরের সুপারি হাট থেকে প্রতিদিন দুই থেকে আড়াই কোটি টাকার পান সুপারি বিক্রি হয়। ঈদের পর পান ও কাঁচা সুপারির মজুদ কমে এসেছে। এর ফলে দাম বেড়েই চলেছে।
সুপারি ব্যবসায়ী ধনির চৌধুরী জানান, বাজারের চাহিদার তুলনায় সরবরাহ কম। ঈদের পর সঙ্কটে পান ও সুপারির দাম বেড়েছে। পান ব্যবসায়ী ফজলার রহমান জানান, ঈদের আগে বড় পান ৭০ থেকে ৮০ টাকা বিড়া (৮০টি) দরে বিক্রি হতো। আর ছোটপান বিক্রি হয়েছে ২০ টাকায়। ছোট পানের দাম অপরিবর্তিত থাকলেও বড়পানের দাম বেড়েছে ২০ থেকে ৩০ টাকা প্রতি বিড়ায়। এছাড়া ঈদের পর বিয়েবাড়ি ও অন্যান্য কারণে কাঁচা সুপারি ও পানের চাহিদার সাথে দামও বেড়েছে।
শহরের নয়াটোলার বাসিন্দা ও পানসেবী আব্দুস সাত্তার জানান, বড় মহাজনরা ঈদের আগে তাঁদের গুদামে বিপুল পরিমাণ সুপারি মজুদ করে। এতে বাজারে সুপারির সঙ্কট দেখা দিয়েছে। ঈদের পর ট্রাক স্বল্পতার কারণে দূরবর্তী স্থান থেকে সুপারি ও পান আনানেওয়া কমেছে। এ সুযোগে সৈয়দপুরের মহাজনরা দাম বাড়িয়ে দিয়ে আঙুল ফুলে কলাগাছ হচ্ছেন।
সৈয়দপুর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বাবুল হোসেন বলেন, বাজার মনিটরিং ও তদারকির অভাবে পান ও সুপারির বাজার নিয়ন্ত্রনে নেই। বিশেষ করে ঈদের পর ওই বাজার অনেক বেড়েছে। এ ব্যাপারে প্রশাসনের নজরদারি দরকার বলে জানান তিনি।