প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৫, ১:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৭, ২০২৫, ৯:৫০ পি.এম
রংপুরে টিসিবির কার্ড প্রদানে টাকা নেওয়ার অভিযোগে ইউনিয়ন চেয়ারম্যান আটক
![]()
রংপুরের কাউনিয়া উপজেলায় টিসিবির স্মার্ট কার্ড বিতরণের সময় ভুক্তভোগীদের কাছ থেকে বসতবাড়ির নামে কর এর টাকা নেওয়ার অভিযোগে রাশেদুল ইসলাম (৫৫) নামে এক ইউপি চেয়ারম্যানকে আটক করেছে সেনাবাহিনী।
গতকাল মঙ্গলবার দুপুরে টিসিবির কার্ড বিতরণের সময় তাকে আটক করা হয়। আটক রাশেদুল ইসলাম উপজেলার টেপামধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ওই ইউনিয়নের বুড়িরহাট এলাকার আব্দুল জব্বারের ছেলে।
জানা যায়, টেপামধুপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার ফ্যামিলি কার্ড (টিসিবি) ভুক্তভোগীদের মাঝে গতকাল বিতরণ করা হয়। এসময় টেপামধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদুল ইসলাম টিসিবি’র কার্ড বিতরণের সময় প্রত্যেকের কাছ থেকে বসতবাড়ির কর বাবদ রশিদ মুলে তিনশত নেওয়া শুরু করেন। এক পর্যায়ে ভুক্তভোগীরা বসতবাড়ির কর আদায়ের প্রতিবাদ করলে উত্তেজনা তৈরি হয়। এসময় উত্তেজিত জনতা চেয়ারম্যানকে অবরুদ্ধ করে রাখে। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলামকে আটক করে কাউনিয়া থানায় সোর্পদ করে।
এ ঘটনায় অত্র ইউনিয়নের রাজিব শটিবাড়ি গ্ৰামের ভুক্তভোগি নুরুজ্জামান বাদী হয়ে রশিদের মাধ্যমে চাঁদা দাবী ও আদায়ের অভিযোগ এনে কাউনিয়া থানায় ৩৮৫/৩৮৬ ধারায় মামলা দায়ের করেন। মামলা নং-০৭।
ভুক্তভোগি ও মামলার বাদি নুরুজ্জামান বলেন, চেয়ারম্যান রাশেদুল ইসলাম গত অক্টোবরে টিসিবির কার্ডের জন্য বসতবাড়ির কর নিয়েছেন। একই অর্থবছরে আজ আবারো স্মার্ট কার্ড দেয়ার সময় বসতবাড়ির কর বাবদ তিনশত টাকা রশিদ মুলে নিচ্ছেন। এটা চাঁদাবাজি ছাড়া কিছুই না। এজন্য তার বিরুদ্ধে মামলা করেছি।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ শাহ বলেন, এ ব্যাপারে থানায় মামলা করেছেন এক ভুক্তভোগি।
Copyright © 2025 দৈনিক বার্তা. All rights reserved.