
ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাতের অবসানের ক্ষমতা মূলত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ডোনাল্ড ট্রাম্পের হাতে আছে বলে মনে করেন সাবেক সাবেক কূটনীতিক অ্যালন পিঙ্কাস।
অ্যালন পিঙ্কাস বলেন, ট্রাম্প শান্তি চুক্তি নিয়ে আলোচনা করার অবস্থানে আছেন।
তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট তেহরানের কাছে এমন একটি প্রস্তাব দিতে পারেন যা তাদের মুখ বাঁচাতে এবং আলোচনার মাধ্যমে শান্তি গ্রহণের সুযোগ করে দেবে।
কিন্তু ইরান যেহেতু আলোচনার দুর্বল অবস্থানে রয়েছে, এটি যুদ্ধ চালিয়ে যেতে এবং ইসরায়েলের আরো ক্ষতি করার ব্যাপারে আগ্রহী হতে পারে।
“অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প ফোন ধরে নেতানিয়াহুকে বলতে পারেন ‘যথেষ্ট হয়েছে – এই লড়াই শেষ করার জন্য আপনার কাছে ২৪ ঘন্টা সময় আছে,'” তিনি বলেন।
“তিনি কি এই দুটির কোনটি করবেন? আমি জানি না।”
আন্তর্জাতিক ডেস্ক 




















