নওগাঁর মান্দা উপজেলার পরানপুর ইউপির গোপালপুর হাটের সরকারি জায়গা দখল করে অবৈধভাবে পাকা স্থাপনা নির্মাণ করার অভিযোগ উঠেছে কয়েকজন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। হাটের গুড়পট্টি এলাকায় তারা স্থায়ী অবকাঠামো নির্মাণ করছেন বলে অভিযোগ স্থানীয়দের।
অবৈধভাবে স্থাপনা নির্মাণে জড়িতরা হলেন মোতাহার হোসেন, মছির উদ্দিন, লালবর হোসেন, এবং ইসমাইল হোসেন গং । তবে কীভাবে কোন অর্থরিটির ক্ষমতা বলে এসব অবৈধ স্থাপনা নির্মাণ করা হচ্ছে জানতে চাইলে তারা কোনো কথা বলতে রাজি হননি। স্থানীয়দের অভিযোগ, ইতিমধ্যে হাটের বেশিরভাগ সরকারি জমি দখল হয়ে গেছে। অবশিষ্ট সরকারি সম্পত্তি দখলে নেমেছেন প্রভাবশালীরা।
গোপালপুর বাজার এলাকার কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘বিগত আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় নেতাকর্মীরা হাটের অন্তত ৯০ ভাগ সরকারি জমি দখল করে অবৈধভাবে পাকা দোকানপাট নির্মাণ করেন। এখন যেটুকু জায়গা বাকি আছে, সেটাও দখল হয়ে যাচ্ছে।’
তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, এভাবে দখল চলতে থাকলে অচিরেই হাটের কোনও সরকারি জমিই আর অবশিষ্ট থাকবে না। এতে একদিকে যেমন সরকার রাজস্ব হারাবে, অন্যদিকে সাধারণ ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হবেন। জায়গা না থাকলে হাটে দোকান বসাতে পারবেন না ব্যবসায়ীরা
হাটের সম্পত্তিতে পাকা স্থাপনা নির্মাণ প্রসঙ্গে জানতে চাইলে ইজারাদার আব্দুল মতিন বলেন, ‘আমি এ বিষয়ে কিছুই বলতে পারব না। হাটের জায়গা আগেও দখল হয়েছে, এখনও হচ্ছে।’
এ বিষয়ে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আলম মিয়া বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।