মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় আন্তঃনগর ট্রেন জয়ন্তিকা এক্সপ্রেসের নিচে কাটা পড়ে শাহিন মিয়া (৩৫) নামে এক যুবকের এক পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
বুধবার (১১ই জুন) বিকাল ৫টার দিকে এ ঘটনাটি ঘটে। আহত শাহিন মিয়া কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের আধকানী গ্রামের বাসিন্দা বাজিদ মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি লাউয়াছড়া উদ্যান অতিক্রম করার সময় হঠাৎ করে ওই ব্যক্তি রেললাইনের ওপর চলে আসেন। এ সময় তিনি ট্রেনের নিচে কাঁটা পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) শামীম আকনজি বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনার খবর পাওয়ার পর পর ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। লোকটি রেললাইনে কিভাবে চলে এসেছেন, সে বিষয়টি তদন্তে করে জানা যাবে।"