
ঢাকা: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। তিনি বলেছেন, আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। আজ শুক্রবার (৬ জুন) পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন।
ভাষণের শুরুতেই প্রধান উপদেষ্টা ঈদ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানান। পরে হজ ও কোরবানির সার্বিক পরিস্থিতি তুলে ধরেন।
প্রধান উপদেষ্টা বন্দর সম্পর্কে বলেন, আমাদের অর্থনীতির হৃদপিণ্ড হচ্ছে চট্টগ্রাম বন্দর। এটির অবস্থা ভঙ্গুর, এজন্য আমরা এটিকে সংস্কার করতে চাই। এজন্য বাইরে থেকে অভিজ্ঞ মানুষ দিয়ে কাজ করানো হচ্ছে। বন্দর নিয়ে যেসব অপপ্রচার ছড়ানো হচ্ছে, সেসব থেকে জনগণকে সাবধান থাকতে বলেন তিনি।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা 



















