বিএনপি নেতৃবৃন্দরা বলেছেন, অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আপনাকে বিনয়ের সাথে বলছি টালবাহানা না করে আগামী ডিসেম্বরের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন দিন। তারা বলেন, মাত্র অল্প সময়ে বাংলাদেশে উপদেষ্টা বা মন্ত্রি,র পিএসরা শত শত কোটি টাকার দুর্ণিতী করেছে। বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা নেই যা বর্তমান উপদেষ্টা ও তাঁর পিএসরা করেছে। যদি কেউ এমন কাজ করে থাকে তা বর্তমান উপদেষ্টা ও তাঁর পিএসরা করেছে। আর এ জন্য নির্বাচন বিলম্ব করা হচ্ছে যাতে করে আরও দুর্ণীতি করতে পারেন তারা। নেতৃবৃন্দরা বলেন, পিএসদের কি ক্ষমতা আছে চুরি করার?
বুধবার বিকেলে পাবনার সাঁথিয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে পৌর বিএনপির আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলো বলেন। পৌর বিএনপির আহবায়ক সিরাজুল ইসলাম বন্দে'র সভাপতিত্বে ও সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের আজীবন সদস্য ও ৬৮ পাবনা-১ আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ডা: আলহাজ্ব মীর শফিকুল ইসলাম, কেন্দ্রীয় তাঁতীদলের সাবেক সহ-সভাপতি হাজী ইউনুস আলী, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য মাসুদুল হক মাসুদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক আখতারুজ্জামান খোকন, পৌর বিএনপি.র যুগ্ন আহবায়ক শাসুজ্জামান নান্নু প্রমূখ। এ ছাড়াও অনুষ্ঠানে সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমানের বিদ্বেহী আত্মার মাগফেরাত ও দেশ জাতীর মঙ্গল কামনায় এক বিশেষ দোয়া করা হয়।