
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বিরাসার এলাকায় চট্টগ্রাম-সিলেট মহাসড়কে গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাক উল্টে গেলে ট্রাকে থাকা শত শত সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফ্ফর হোসেন ঘটনাস্থল থেকে ফিরে এসে বিবিসিকে বলেন, আজ বুধবার ভোর ৫টার এই ঘটনা ঘটে।

ঘটনার বর্ণনা দিয়ে বলেন, “ট্রাকটা পুরা লোডেড ছিল। কাত হয়ে পড়ে গিয়ে এটা পুরা ভস্মীভূত হয়ে গেছে। সিলিণ্ডারগুলো বার্স্ট হয়েছে। ২০০ ফুট পর্যন্তও উপরে উঠছে সিলিন্ডার।”
তিনি জানান, ট্রাকটিতে আনুমানিক প্রায় ২০০ সিলিন্ডার ছিল। তবে এই দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে সিলিন্ডার বিস্ফোরণের বিকট শব্দে ওই এলাকার মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে।
কীভাবে এই দুর্ঘটনা হলো, জানতে চাইলে তিনি বলেন যে ওই রাস্তা খানাখন্দ-গর্তে ভরা। বর্ষার কারণে রাস্তার অবস্থা আরও বেশি অবনতি হয়েছে। তাই, ট্রাকটি তার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
এদিকে, ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় একজন সাংবাদিক জানিয়েছেন, ট্রাকে থাকা সিলিন্ডারগুলোর কেবল দুই থেকে তিনটি অবিস্ফোরিত অবস্থায় ছিল।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক 



















