সৈয়দপুর থেকে পবিত্র মক্কা শরিফে হজ্জ করতে গিয়ে নীলফামারীর সৈয়দপুর কাজিপাড়ার মো. জাহিদুল ইসলামের মৃত্যু হয়েছে। গত সোমবার রাত ১১ টায় মক্কার একটি মসজিদে মৃত্যু বরন করেছেন। (ইন্নালিল্লাহে ---রাজেউন)।
জানা যায়, মরহুম জাহিদুল ইসলাম সস্ত্রীক চলতি বছরে হজ্জ করতে গিয়েছিলেন। ওইদিন ঘটনার রাতে তিনি মক্কায় মাগরিবের নামাজ আদায় করে এশার নামাযের জন্য অপেক্ষা করছিলেন। এমন সময় তিনি মসজিদেই লুটিয়ে পড়ে মৃত্যু বরন করেন। তার চার ছেলে এক মেয়ে রয়েছে বলে জানা গেছে।
মরহুমের জানাজা ও দাফন সৌদি আরবেই সম্পন্ন হবে বলে জানা গেছে।
মরহুম জাহিদুল ইসলাম গত ১৫ মে ২০২৫ শহরের ইমন ট্র্যাভেলসের তত্ত্বাবধানে হজ্জ পালন করতে সৌদি আরব যান। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ওই ট্র্যাভেলসের মুয়াল্লিম মো. শাহবাবুদ্দিন। তিনি পেশাগতভাবে রাজমিস্ত্রী হলেও পরবর্তীতে ঠিকাদারী কাজ করতেন। তাঁর ব্যবহার ও চলাচলে তিনি সকলের কাছে প্রিয় ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুের নামাজে জানাজা মক্কায় আদায় ও সেখানেই লাশ দাফন করা হবে বলে জানান মুয়াল্লিম।