চাটমোহরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে চাটমোহর উপজেলা ও পৌর বিএনপি’র পথচারীদের মাঝে খাবার,স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হযে়ছে। শুক্রবার ( ৩০ মে) বিকালে চাটমোহর আফরাত পাড়া চাটমোহর পৌর বিএনপির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাইজুল সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনার চাটমোহর উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব হাসাদুল ইসলাম হীরা।
এ সময় উপস্থিত ছিলেন, চাটমোহর পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ,চাটমোহর পৌর যুবদলের সদস্য সচিব শহিদুল ইসলাম,চাটমোহর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ,ইউল্যাব বিশ্ববিদ্যালয় আহবায়ক মোঃ সাব্বির হোসেন,সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক মোঃ মাসুম আকাশ, চাটমোহর পৌর যুবদলের যুগ্ন আহবায়ক আলামিন সরদার ও পৌর ছাত্রদলের নেতা সাজেদুর রহমান সেজান প্রমুখ।