
রাজশাহীর বাগমারায় আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম নজরুল ইসলাম বাবু (৪০)। তিনি উপজেলার বাসুপাড়া ইউনিয়নের ইসলাবাড়ী গ্রামের বাসিন্দা। এর আগেও নিহত নজরুল ইসলাম বাবুর দুই ভাই, জাকিরুল ইসলাম ও শাহাদত হোসেন সাজু একই ভাবে গাছ থেকে পড়ে মারা যান। এমন মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত পরিবারের সদস্যরা জানান, বুধবার (২৮ মে) সকাল সাড়ে আটটার দিকে নজরুল ইসলাম বাবু বাড়ীর পার্শ্বে নিজের আম বাগানে আম পাড়াতে গাছে উঠে। আম পাড়ার সময় তিনি হঠাত পা ফসকে মাটিতে পড়ে যান। এ সময় স্থানীয় লোককজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পূর্বেই তিনি মৃত্যুর কোলে ঢোলে পড়েন। নিহত নজরুল ইলাম বাবু এক সন্তানের জনক বলে জানা গেছে। ঘটনার পর থেকেই এলাকায় সাধারন মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে।এলাকার লোকজন জানান, নজরুল ইসলাম বাবু দীর্ঘদিন ঢাকায় একটি বেসরকারী কোম্পানীতে চাকুরী করতেন।
চাকুরী ছেড়ে বেশ কিছু দিন পূর্বে তিনি নিজ গ্রাম ইসলাবাড়ীতে আসেন। বাড়ি এসে তিনি গ্রামের পার্শ্বে নরসিংপুর নন্দনপুর (চিকাবাড়ী) বাজারে একটি ঔষুধের দোকান খুলে ব্যবসা করতেন। তিনি একজন ভালো মনের মানুষ ছিলেন বলে এলাকার লোকজন জানান। পাঁচ ভাইয়ের মধ্যে তিন ভাই গাছে আম পাড়াতে গিয়ে মৃত্যু বরন করেন। বাসুপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেন, এমন মৃত্যু আমরা কখনই কামনা করিনা। এটা অত্যান্ত দুঃখজনক ঘটনা। এর আগেও তার আরো দুই ভাই জাকিরুল ইসলাম ও শাহাদত হোসেন সাজু একই ভাবে গাছ পড়ে মৃত্যু বরন করেছেন। তিনি নিহত নজরুল ইসলাম বাবুর এমন মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বাগমারা প্রতিবেদক 



















