
’একটি বিশেষ সংগঠন রয়েছে যারা বৈষম্যবিরোধ ছাত্রদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে বিএনপির বিরেুদ্ধে নানা অপপ্রচার করছে। ষড়যন্ত্র করে বিএনপি’র জনপ্রিয়তা নষ্ট করা যাবে না, আগামী নির্বাচনে জনপ্রিয়তা যাচাই হবে।’
সোমবার (২৬ মে) বিকেলে পাবনার সাঁথিয়ায় তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র কাঠামো বাস্তবায়নের লক্ষ্যে আয়াজিত কর্মী সমাবেশে এসব কথা বলেন বিএনপি নেতারা।
তারা বলেন, আওয়ামীলীগের কিছু অনুপ্রবেশকারী বিএনপিতে নাম লিখিয়ে কিছু অপকর্মের সঙ্গে লিপ্ত হয়েছে। তার দায়ভার বিএনপি নেবে না। এ সময় বিএনপি নেতা প্রধান উপদেষ্টার প্রতি দৃষ্টি রেখে বলেন, অল্পবয়সী ছেলেদের কথা না শুনে আপনি নির্বাচনের তারিখ ঘোষণার করুন। আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে দাবী করে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন বিএনপি নেতারা।
সাঁথিয়া উপজেলার নাড়িয়াগদাই উচ্চ বিদ্যালয় মাঠে ধোপাদাহ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান সেলিম এর সভাপতিত্বে সদস্য সচিব ফজলুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ মাসুম বগা।
বিশেষ অতিথির বক্তব্য দেন, কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী সদস্য ও উপজেলা বিএনপি’র সদস্য সচিব সালাউদ্দিন খাঁন পিপিএম, কেন্দ্রীয় তাঁতীদলের সাবেক সহ-সভাপতি হাজী ইউনুস আলী, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য মাসুদুল হক মাসুদ, কর্মজীবী দলের পাবনা জেলা আহবায়ক ওমর ফারুক, উপজেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহম্মেদ বিপ্লব প্রমুখ। উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক আকতারুজ্জামান খোকন, আবুল কাশেম কাসু, রফিকুল ইসলাম সরদার, শ্রমিকদল উপজেলা শাখার সভাপতি মাহবুব এ হাসান টিটোসহ বিএনপি ও তার অঙ্গসহযোগী সংগঠনের নেতা কর্মীরা।

এ দিকে ধোপাদহ ইউনিয়নের বিএনপি’র প্রোগ্রামকে ঘিরে এলাকার স্বত:স্ফুর্ত জনগণ মিছিলে মিছিলে প্রাণবন্ত করে তোলে সমাবেশ স্থল। বিকেল ৩টা থেকে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল আসতে শুরু করে। বিকেল ৪টার মধ্যে নাড়িয়াগদাই উচ্চ বিদ্যালয় বিশাল পুটবল মাঠ পরিপূর্ণ হয়ে যায়। এর পর কোরআন তেলওয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় চলে এক টানা মাগরিব পর্যন্ত । শেষে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও গুম,খুন মামলা সংরক্ষণ কর্মকর্তা এবং ২ বারের সফল চেয়ারম্যান সালাহউদ্দিন খান পিপিএমকে ধোপাদহ ইউনিয়ন বিএনপি’র নেতা কর্মীরা ফুলের তোড়া দিয়ে তাঁকে অভিনন্দন জানান।
সাঁথিয়া (পাবনা) প্রতিবেদক 



















